কলম্বো: শ্রীলঙ্কার ৭০-তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রয়াত প্রাক্তন বিসিসিআই সভাপতি জগমোহন ডালমিয়াকে নিয়ে একটি বই প্রকাশ করল সেদেশের ক্রিকেট সংস্থা। ‘আ ট্রিবিউট টু জগু’ নামে এই বই প্রকাশের অনুষ্ঠানে ডালমিয়ার পুত্র সিএবি যুগ্মসচিব অভিষেককে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁর হাতে একটি বই তুলে দেওয়া হয়।

এই অনুষ্ঠানে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশের ক্রিকেটারদের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান ও আইসিসি-র প্রাক্তন সভাপতি এহসান মানিও হাজির ছিলেন। শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি তিলঙ্গা সুমতিপালা বলেন, সেদেশের ক্রিকেটের উন্নতিতে অন্য দেশের ব্যক্তিদের মধ্যে ডালমিয়ার অবদানই সবচেয়ে বেশি ছিল।