নয়াদিল্লি: আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরই দেশের মাটিতে শ্রীলঙ্কার (srilanka) মুখোমুখি হবে ভারতীয় ক্রিকেট দল (indian cricket team)। এখনও পর্যন্ত চূড়ান্ত ছিল যে টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে ২ দলের সফর। এরপর টি-টোয়েন্টি (t-20) সিরিজ দিয়ে শেষ হবে। কিন্তু এখন হয়ত উল্টোটা হতে পারে। সেক্ষেত্রে আগে টি-টোয়েন্টি সিরিজ ও পরে টেস্ট সিরিজ আয়োজন করা হতে পারে। বোর্ড সূত্রে খবর, লঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিসিসিআইয়ের কাছে অনুরোধ করা হয়েছে যে আগে যেন টি-টোয়েন্টি সিরিজ শুরু করা হয়। পরে টেস্ট সিরিজের আয়োজন করা হয়।


নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ''শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে আমাদের কাছে এক আর্জি এসেছে। ওরা চাইছে যে টি-টোয়েন্টি সিরিজ টেস্ট সিরিজের আগে আয়োজন করতে। ভারত সফরে আসার আগে ওঁরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলে আসবে।''


ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড যদি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের আর্জি মেনে নেয়, তবে টেস্ট সিরিজে নামার আগে লঙ্কা বাহিনী একটু গুছিয়ে নিতে পারবে। টি-টোয়েন্টি সিরিজের ৩টি ম্যাচ হবে যথাক্রমে মোহালি, ধরমশালা ও লখনউতে। ২টো টেস্ট হবে যথাক্রমে বেঙ্গালুরু ও মোহালিতে। 


এদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে সীমিত ওভারের সিরিজে দলে ফিরছেন রোহিত শর্মা (rohit sharma)। পূর্ণাঙ্গ অধিনায়ক এই প্রথমবার দলকে নিয়ে মাঠে নামবেন হিটম্যান। হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য দক্ষিণ আফ্রিকা (south africa) সফর থেকে ছিটকে গিয়েছিলেন এই মুম্বইয়ের (mumbai) ওপেনার। কিন্তু চোট সারিয়ে এবার ফিরছেন রোহিত। রোহিতের নেতৃত্বে মাঠে নামবেন বিরাট কোহলি। এই বিষয়টিও আলাদা একটা উত্তেজনা তৈরি করবে সিরিজে। কারণ বিরাট-রোহিত তরজা ভারতীয় ক্রিকেটের সাম্প্রতিক ইতিহাসে খুব চর্চিত অধ্যায়।  ২ জনেই এই বিষয়ে কোনো নেতিবাচক কিছু না বললেও একটা দূরত্ব যে রয়েছে, তার আঁচ মিলেছে অনেক কিছু থেকেই। তার মধ্যে দক্ষিণ আফ্রিকা সফরের আগে বিরাটের নেতৃত্ব কেড়ে রোহিতকে জাতীয় দলে সীমিত ওভারের ফর্ম্যাটে নেতৃত্ব দেওয়া হয়।