কলকাতা নাইট রাইডার্সকে হারাল গুজরাত লায়ন্স
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 May 2016 01:45 AM (IST)
কানপুর: ডোয়েন স্মিথের বোলিং আর সুরেশ রায়নার ব্যাটিং দাপটে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে আইপিএলের প্লে-অফে পৌঁছনোর ক্ষেত্রে এগিয়ে গেল গুজরাত লায়ন্স। কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১২৪ রান তোলে নাইট-ব্রিগেড। স্মিথ আট রানে চার উইকেট নেন। আইপিএলে এটাই তাঁর সেরা পারফরম্যান্স। ব্যাট করতে নেমে ১৩.৩ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় গুজরাত লায়ন্স। রায়না (৩৬ বলে ৫৩) এবং অ্যারন ফিঞ্চ (২৬)-এর মধ্যে ৫৯ রানের পার্টনারশিপ গুজরাতের জয় নিশ্চিত করে। গতকালের ম্যাচে জয়ের ফলে ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট পেয়ে তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল গুজরাত লায়ন্স। গতকালের হারের পরও নাইটদের প্লেঅফে ওঠার আশা রয়েই গিয়েছে। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট পেয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে তারা। গুজরাত ও নাইট-উভয় দলেরই একটি করে ম্যাচ বাকি রয়েছে।