পুণে: কয়েকদিন আগেই হরভজন সিংহ দাবি করেছেন, স্টিভ স্মিথের দলই ভারত সফরে আসা দুর্বলতম অস্ট্রেলিয়া দল। তাঁর এই মন্তব্যের পাল্টা জবাব দিলেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। তাঁর দাবি, কাল থেকে শুরু হতে চলা চার টেস্টের সিরিজে লড়াই করতে তৈরি অস্ট্রেলিয়া। ভারতের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে তাঁদের দল।
স্মিথ স্বীকার করে নিয়েছেন, এই সিরিজ তাঁরা পিছিয়ে থেকেই খেলতে নামছেন। তা সত্ত্বেও হরভজনের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমার মনে হয় এই সিরিজে পিছিয়ে আছি। হরভজন বলেছেন, তিনি আশা করছেন এই সিরিজে আমরা ০-৪ হেরে যাব। আমরা অবশ্য সেটা মনে করি না। আমরা এখানে ভারতের বিরুদ্ধে লড়াই করতে চাই। ভারতীয় দলে বেশ কয়েকজন অসাধারণ খেলোয়াড় আছে। আমাদের সামনে কঠিন লড়াই। আমি চাই ছেলেরা পরিকল্পনার সঙ্গে মানিয়ে নিয়ে কঠিন মুহূর্তে লড়াই করুক। খেলার মাঝে কঠিন ও গুরুত্বপূর্ণ মুহূর্ত চিহ্নিত করতে হবে। আমার আশা, আমাদের দলের সবার কঠিন মুহূর্তে লড়াই করার দক্ষতা, পরিকল্পনা ও মানসিকতা আছে।’
ভারত সফরে সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার সাফল্য নেই। তার উপর ভারতীয় দল অসাধারণ ফর্মে আছে। টানা ১৯টি টেস্টে অপরাজিত থেকে এই সিরিজে খেলতে নামছে বিরাট কোহলির দল। তা সত্ত্বেও ভাল পারফরম্যান্সের বিষয়ে আশাবাদী স্মিথ। তাঁর মতে, পুণতে প্রথম ম্যাচের পিচ যথেষ্ট শুকনো। তাঁরা এখনই দল বাছেননি। কাল টসের পরেই দল ঘোষণা করা হবে। সব খেলোয়াড়কেই তৈরি রাখা হয়েছে।
আমরা ভারতের বিরুদ্ধে লড়াই করতে তৈরি, হরভজনকে পাল্টা স্মিথ
Web Desk, ABP Ananda
Updated at:
22 Feb 2017 03:30 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -