লন্ডন: প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রী ড্যানি উইলিসকে শুভেচ্ছা অস্ট্রেলিয়া দলের প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথের। সদ্যসমাপ্ত অ্যাসেজে সবচেয়ে বেশি রান এসেছে স্মিথের ব্যাট থেকে। প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীর সঙ্গে নিজের একটি রোমান্টিক ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন স্মিথ।
এই দম্পতির বাগদান হয়েছিল ২০১৭-র জুলাইতে। নিউইয়র্কের বিখ্যাত রকফেলার সেন্টারে তাঁর দীর্ঘদিনের বান্ধবী উইলিসকে প্রোপোজ করেছিলেন স্মিথ। উইলিস পেশায় আইনজীবী।
ইনস্টাগ্রাম পোস্টে স্মিথ লিখেছেন, প্রথম বিবাহবার্ষিকীর শুভেচ্ছে, ড্যানি উইলিস।পাশে থাকা, পরামর্শ ও ভালোবাসার জন্য তোমাকে ধন্যবাদ। তোমাকে ভালোবাসি।



উল্লেখ্য, এবারের অ্যাসেজ সিরিজে ছয় ইনিংসে মোট ৭৫১ রান করেছেন স্মিথ। সর্বোচ্চ ২১১। তাঁর এই চমকপ্রদ পারফরম্যান্সে ভর করে অ্যাসেজ ধরে রেখেছে অস্ট্রেলিয়া। এই সিরিজে ১২৫.১৬ গড়ে রান করেছেন তিনি। এজন্য কিংবদন্তী ব্যাটসম্যান ডন ব্র্যাডমানের সঙ্গেও তাঁর তুলনা হচ্ছে।
টেস্ট ক্রিকেটে কোনও একটি প্রতিপক্ষের বিরুদ্ধে সবচেয়ে বেশিবার টানা ৫০-এর বেশি রান সংগ্রহের ক্ষেত্রে স্মিথ ইনজামাম উল হকের রেকর্ড ভেঙেছেন।
কিয়া ওভালে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টে স্মিথ ৮০ রান করে ইংল্যান্ডের বিরুদ্ধে টানা ১০ বার ৫০-এর বেশি রানের ইনিংস খেললেন।