ঢাকা: বাংলাদেশের বিরুদ্ধে জিতে আন্তর্জাতিক টি ২০ তে নয়া রেকর্ড আফগানিস্তানের। রবিবার বাংলাদেশকে ২৫ রানে হারিয়ে পরপর ১২ টি টি ২০ ম্যাচ জয়ের রেকর্ড গড়ল আফগানিস্তান। মহম্মদ নবি ও মুজিব উর রহমানের দুরন্ত পারফরম্যান্সে ভর করে আফগানিস্তান এক্ষেত্রে ২০১৭-তে তাদেরই টানা ১১ টি টি ২০ ম্যাচ জয়ের রেকর্ড ভাঙল।
মহম্মদ নবির ৫৪ বলে ৪৪ রানে ভর করে আফগানিস্তান ৬ উইকেটে ১৬৪ রান করে। এরপর ১৮ বছরের স্পিনার মুজিব উর রহমান ১৫ রানে চার উইকেট নন। বাংলাদেশের ইনিংস ১৩৯ রানে শেষ হয়ে যায়। মুজিবের টি ২০ কেরিয়ারের এটাই সেরা পারফরম্যান্স। এভাবে ঢাকায় ত্রিদেশীয় টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচে জয়ী হল আফগানিস্তান।
২০১৮-র ফেব্রুয়ারিতে আফগানিস্তানের টি ২০ তে তাদের এই জয়ের ধারা শুরু হয়েছিল। শারজাতে জিম্বাবোয়ে দুবার হারিয়েছিল তারা। এরপর ভারতে বাংলাদেশকে ৩-০ তে হোয়াইট ওয়াশ করে তারা। আয়ারল্যান্ডকেও অ্যাওয়ে সিরিজে ২-০ হারিয়েছিল আফগানিস্তান। চলতি ত্রিদেশীয় সিরিজের দুটি ম্যাচে জয়ের আগে তারা আয়ারল্যান্ডকে আরও তিনবার হারিয়েছে।
বাংলাদেশের সামনে ১৬৫ রানের লক্ষ্য রেখে বোলিং করতে নেমে মুজিব তাঁর ওপেনিং স্পেলেই তিনটি উইকেট তুলে নেন। ৩২ রানের মধ্যে চার উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ। পঞ্চম উইকেটে মাহমুদুল্লাহ ও সাব্বির রহমান কিছুটা প্রতিরোধ গড়ে তুলে ৫৮ রান যোগ করেন। গুলবাদিন নাইব এই জুটি ভাঙে দেওয়ার পর আর কোনও লড়াই করতে পারেনি বাংলাদেশ।
চলতি টুর্নামেন্টে বাংলাদেশে ও আফগানিস্তান-উভয় দলই তাদের প্রথম ম্যাচে জিম্বাবোয়েকে হারিয়ে জয়ী হয়েছে।
বাংলাদেশকে হারিয়ে আন্তর্জাতিক টি ২০ তে রেকর্ড আফগানিস্তানের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Sep 2019 03:11 PM (IST)
বাংলাদেশের বিরুদ্ধে জিতে আন্তর্জাতিক টি ২০ তে নয়া রেকর্ড আফগানিস্তানের। রবিবার বাংলাদেশকে ২৫ রানে হারিয়ে পরপর ১২ টি টি ২০ ম্যাচ জয়ের রেকর্ড গড়ল আফগানিস্তান। মহম্মদ নবি ও মুজিব উর রহমানের দুরন্ত পারফরম্যান্সে ভর করে আফগানিস্তান এক্ষেত্রে ২০১৭-তে তাদেরই টানা ১১ টি টি ২০ ম্যাচ জয়ের রেকর্ড ভাঙল।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -