ব্রিসবেন: বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে সহজেই অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল নিউজিল্যান্ড। স্টিভ স্মিথ ৮৯ রানের অসাধারণ ইনিংস খেললেও, তাঁকে ম্লান করে দিলেন নিউজিল্যান্ডের উইল ইয়ং। তাঁর ১৩০ রানের সুবাদে জয় পেল কিউয়িরা। জর্জ ওয়ার্কার (৫৬) ও টম লাথামও (৬৯ অপরাজিত) নিউজিল্যান্ডের হয়ে ভাল পারফরম্যান্স দেখান।

এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৭৭ রান করে অস্ট্রেলিয়া। উসমান খাজা ৫৬ ও গ্লেন ম্যাক্সওয়েল ৫২ রান করেন। ডেভিড ওয়ার্নার অবশ্য রান পাননি। ৪৭.২ ওভারেই সেই রান টপকে যায় নিউজিল্যান্ড। এই ম্যাচে কেন উইলিয়ামসন, মার্টিন গাপটিল, ট্রেন্ট বোল্টের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা খেলেননি। তা সত্ত্বেও জয় পেল কিউয়িরা। এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া ইয়ংই নায়ক হয়ে গেলেন। এই ম্যাচটি অবশ্য আন্তর্জাতিক ম্যাচের স্বীকৃতি পায়নি।