বিশ্বকাপজয়ী দলের ভরসাযোগ্য ক্রিকেটারের বিয়ে নিয়ে চর্চা ছিল তুঙ্গে। বিয়ের অনুষ্ঠানের পুঙ্খাণুপুঙ্খ। সতীর্থ তারকা ক্রিকেটারদের সমাবেশ , সবকিছুই ছিল সংবাদমাধ্যমের আলোচনায়। তবে ছন্দপতন হল বিয়ের দিনই। উৎসবের আবহ হঠাৎ বদলে যায় উদ্বেগে। স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) বাবা হার্টের সমস্যায় অসুস্থ হয়ে পড়েন। তাঁকে তড়িঘড়ি ভর্তি করাতে হয় হাসপাতালে। এবার বিপদ বাড়ল আরও । হাসপাতালে ভর্তি করতে হল স্মৃতি মান্ধানার হবু স্বামীকেও।
জানা গিয়েছে, হাসপাতালে ভর্তি স্মৃতির হবু স্বামী পলাশ মুচ্ছলও। হাসপাতাল সূত্রে খবর, তাঁর ভাইরাল সংক্রমণ ও অ্যাসিডিটির সমস্যা হয়েছিল। এর ফলে অসুস্থ বোধ করেন তিনি। তখনই দেরি না করে পলাশকে চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সূত্রের খবর, তেমন গুরুতর সমস্যা নয়। চিকিৎসকরা দেখেছেন। তারপর প্রয়োজনীয় ওষুধপত্র দিয়ে তাঁকে ছেড়েও দেওয়া হয়েছে। পলাশ ইতিমধ্যেই হাসপাতাল থেকে হোটেলে ফিরেছেন।
বেশ কিছু দিন ধরেই তাঁদের বিয়ে নিয়ে চর্চা তুঙ্গে। কিছুদিন আগে প্রধানমন্ত্রী মোদি এই নতুন দম্পতিকে বিবাহিত জীবনের শুভেচ্ছা জানান। গত কয়েকদিন ধরেই এই তারকা ক্রিকেটারের বিয়ের যাবতীয় খবর উঠে আসছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে। সোশ্যাল মিডিয়া জুড়ে ছিল হাসি খুশি পোস্ট। কিন্তু কাল থেকেই যেন তাল কাটল। প্রথমে বাবার অসুস্থতা, তারপর হবু স্বামীর অসুস্থতার জন্য ভারাক্রান্ত সকলের মন।
স্মৃতি মান্ধনার বাবার স্বাস্থ্যের আপডেট
অন্যদিকে স্মৃতি মান্ধনার পারিবারিক চিকিৎসক ডাঃ নমন শাহ জানিয়েছেন, ক্রিকেটারের বাবার স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখছে হাসপাতালের বিশেষ মেডিক্যাল টিম। সেরকম হলে , আজই (সোমবার) তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে।
জানা গিয়েছে, রবিবার , স্মৃতির বিয়ের জন্য নির্ধারিত দিনে, দুপুর দেড়টা নাগাদ তাঁর বাবা, শ্রীনিবাস মান্ধানার বুকের বাঁ দিকে যন্ত্রণা শুরু হয়। চিকিৎসার পরিভাষায় একে অ্যানজাইনা বলা হয়। তাই তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইসিজি এবং অন্যান্য পরীক্ষা করা হয়। তাতে কিছু অসামঞ্জস্য ধরা পড়ায় একদিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়। তবে শেষ পাওয়া খবর অনুসারে , অনেকটাই ভাল আছেন তিনি।
বিশ্বকাপ জয়ে স্মৃতি মন্ধানার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ভারতীয় দলকে বিশ্বকাপ জয়ী করতে বিশ্বকাপে তিনি ৯ ইনিংসে ৪৩৪ রান করেছিলেন । বিশ্বকাপ ফাইনালে ভারত দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে পরাজিত করেছিল ।