কলকাতা: SIR-এর বিরোধিতায় আজ পথে নামছে BLO অধিকার রক্ষা কমিটি। SIR বন্ধের দাবিতে আজ পথে নামছে কমিটি। নির্বাচন কমিশনের দফতরে সামনে অবস্থান বিক্ষোভ করবে BLO অধিকার রক্ষা কমিটি। অধিকার রক্ষা কমিটির এই কর্মসূচিকে কটাক্ষ করেছে BLO ঐক্য মঞ্চ । কেন মিছিলে তৃণমূলপন্থী শিক্ষক সংগঠন, রাজ্য সরকারি কর্মীদের সংগঠন? প্রশ্ন ঐক্য় মঞ্চর।
SIR-এর বিরোধিতায় সোমবার পথে নামছে BLO অধিকার রক্ষা কমিটি। দাবি উঠেছে SIR বন্ধেরও। BLO অধিকার রক্ষা কমিটির এই কর্মসূচিকে কটাক্ষ শানিয়েছে BLO ঐক্য মঞ্চ। ভোটার তালিকায় বিশেষ সংশোধন মধ্য়লগ্নে। সেই সংশোধনপর্বে ভোটার তালিকায় ধরা পড়ছে একের পর এক অনিয়ম...! কোথাও ভোটার তালিকায় বাংলাদেশির নাম। কোথাও আবার পরিচয় আড়াল করতে ব্যবহার করা হয়েছে জাল নথি....! SIR ঘিরে সম্মুখসমরে তৃণমূল-বিজেপি। 'SIR' স্থগিতের আবেদন জানিয়ে, মুখ্য নির্বাচন কমিশনারকে বৃহস্পতিবার চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তার কয়েক ঘণ্টার মধ্য়ে, 'SIR' চালিয়ে যাওয়ার দাবিতে নির্বাচন কমিশনকে পাল্টা চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই আবহেই SIR বন্ধের দাবিতে সোমবার পথে নামছে BLO-অধিকার রক্ষা কমিটি। SIR- বন্ধের দাবিতে সোমবার নির্বাচন কমিশন অফিস পর্যন্ত মিছিল ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি করতে চলেছে BLO অধিকার রক্ষা কমিটি। কলেজ স্ট্রিট থেকে বিবাদীবাগ পর্যন্ত হবে বিক্ষোভ মিছিল। এরপর নির্বাচন কমিশনের দফতরে সামনে হবে অবস্থান বিক্ষোভ। BLO অধিকার রক্ষা কমিটির কনভেনার মইদুল ইসলাম বলেন, বিজেপি মদতপুষ্ট নির্বাচন কমিশন যেভাবে তড়িঘড়ি রাজনৈতিক উদ্দেশে SIR চালু করেছে। তার ফলে BLO যারা আছে, তাদের উপর অমানুষিক চাপ তৈরি হচ্ছে। যাতে বন্ধ হয় সেজন্য আমরা কাল ডেপুটেশন দেব। তারপর এখানে লাগাতার ধর্না কর্মসূচি চলবে।
সূত্রের খবর, বিএলও অধিকার রক্ষা কমিটির পাশাপাশি এই মিছিলে যোগ দেবে তৃণমূলপন্থী বিভিন্ন শিক্ষক সংগঠন ও রাজ্য সরকারি কর্মীদের সংগঠন। যার বিরোধিতায় সরব হয়েছে BLO ঐক্যমঞ্চ। BLO ঐক্যমঞ্চ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, এই অধিকারমঞ্চ শাসকদলের মদতপুষ্ট একটা মঞ্চ হঠাৎ করে গজিয়ে উঠেছে। এর মধ্য়ে যারা আছে তারা মূলত শাসকদলেরই প্রাথমিক,মাধ্য়মিক শিক্ষক, অধ্য়াপক থেকে আরম্ভ করে সরকারি কর্মচারিরা। SIR টা বন্ধ হবে না। আমরা যারা BLO ও ভোটকর্মী ঐক্যমঞ্চ রয়েছি, আমরা প্রথম থেকে SIR-এর পক্ষে। SIR-বন্ধের দাবি নিয়েও তরজা তুঙ্গে উঠেছে BLO-দের ২টি সংগঠনের।
BLO অধিকার রক্ষা কমিটির জোড়াসাঁকো ও সদস্য BLO তনুশ্রী মোদক ভট্টাচার্য বলেন, 'SIR বন্ধ হওয়া দরকার। SIR অবিলম্বে বন্ধ হওয়া দরকার। এখানে অনেক বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে।' BLO ঐক্যমঞ্চ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, SIR টা বন্ধ হবে না। আমরা যারা BLO ও ভোটকর্মী ঐক্যমঞ্চ রয়েছি, আমরা প্রথম থেকে SIR-এর পক্ষে। BLO-দের এই অধিকারের মধ্য়ে পড়ে না যে SIR টা বন্ধ করে দেওয়া হোক। ' এই ইস্য়ুকে হাতিয়ার করে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও!