আজ টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বিদর্ভ। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫৩ ওভারে অন্ধ্রপ্রদেশের রান ৫ উইকেটে ১৪৪। হনুমা বিহারী ৮৩ রান করে আউট হয়ে গিয়েছেন। মাঠে ঢুকে পড়ল সাপ, বন্ধ রঞ্জি ট্রফির ম্যাচ
Web Desk, ABP Ananda | 09 Dec 2019 02:13 PM (IST)
আজ টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বিদর্ভ।
বিজয়ওয়াড়া: খেলা চলাকালীন মাঠে সাপ ঢুকে পড়ায় সাময়িক বন্ধ হয়ে গেল খেলা। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায়। রঞ্জি ট্রফির এলিট গ্রুপে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে বিদর্ভের ম্যাচের প্রথম দিনের খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই মাঠে ঢোকে সাপ। সেটিকে মাঠ থেকে বের করে দিয়ে ফের খেলা শুরু হয়।