কলকাতা: শিখর ধবন ও ভুবনেশ্বর কুমার চোটের জন্য খেলতে না পারলেও ভারতীয় দলের কোনও সমস্যা হবে না বলেই মনে করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, চলতি বিশ্বকাপে ভারতীয় দলই সেরা। তারপর আছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ভারত অবশ্যই সেমিফাইনালে যাবে বলে মনে করেন সৌরভ।


বিশ্বকাপে ধারাভাষ্য দেওয়ার ফাঁকেই কলকাতায় এসেছেন সৌরভ। একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভুবনেশ্বর কুমারের চোট পেয়ে মাঠের বাইরে চলে যাওয়া ভারতীয় দলের কাছে বড় ধাক্কা ছিল। কিন্তু তা সত্ত্বেও ভারত সহজেই পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। ভারতীয় দল ভাল ফর্মে আছে। আশা করি শিখর (ধবন) দ্রুত সুস্থ হয়ে উঠবে। চোট-আঘাত খেলার অঙ্গ। এটা কারও নিয়ন্ত্রণে থাকে না। আশা করি অন্য খেলোয়াড়রা ভাল পারফরম্যান্স দেখাবে। ভুবির অনুপস্থিতিতে বিজয় শঙ্কর খুব ভাল বোলিং করেছে। এই ভারতীয় দল খুব ভাল। ওরা অবশ্যই সেমিফাইনালে যাবে। তারপর দেখা যাক কী হয়।’