কানপুর: লোঢা কমিটির সুপারিশের বিরুদ্ধে এবার সরব হলেন ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তী সুনীল গাওস্কর ও কপিলদেব৷ লোঢার সুপারিশে এক রাজ্য এক ভোট নিয়ে অখুশি দুই প্রাক্তন ক্রিকেটার৷ গাওস্কর ও কপিল সরব হওয়ার পর ৩০ সেপ্টেম্বর বোর্ডের বৈঠকের আগে নতুন মাত্র যোগ হল ভারতীয় ক্রিকেটে৷
লোঢা কমিটির সুপারিশ নিয়ে গাওস্কর বলেছেন, ‘আমার পুরোপুরি সম্মান রয়েছে লোঢা প্যানেলের তিনজন সদস্য ও তাঁদের সুপারিশের উপর৷ তবে আমার মনে হয়, এই এক রাজ্য এক ভোট-এই সুপারিশ কঠোর হয়ে গেল সেই অ্যাসোশিয়েসনগুলোর উপর, যাঁরা বিসিসিআই তৈরির ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল৷ ভারতের প্রায় সব রাজ্যই খেলে রঞ্জি ট্রফিতে৷ এই সুপারিশের ফলে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের খুব একটা সাহায্য হবে বলে মনে হয় না৷’
এক রাজ্য এক ভোট। বিসিসিআইকে দেওয়া লোঢা কমিটির এই সুপারিশ নিয়ে সরব কপিলও৷ তিনি বলেছেন, ‘আমার ভাল লেগেছে সুপারিশে বলা হয়েছে, প্রতিটি পদের জন্য রয়েছে বয়সের সীমা৷ কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, মহারাষ্ট্র ক্রিকেটের মাত্র ১টি ভোট! মুম্বই যাঁদের ভারতীয় ক্রিকেটের প্রতি এত অবদান, তাঁরা কি না ভোট দেবে ৩বছর অন্তর?’
আগামী ৩০ শে সেপ্টেম্বর বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভা৷ সেখানে আলোচনা হবে লোঢা কমিটির সুপারিশ মেনে কিভাবে কাজ করা যায়৷ তার আগেই প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটারদের এই সরব হওয়ার ঘটনা অন্যমাত্র যোগ করছে ভারতীয় ক্রিকেটে৷
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
লোঢা কমিটির সুপারিশের বিরুদ্ধে সরব কপিল, গাওস্কর
Web Desk, ABP Ananda
Updated at:
25 Sep 2016 07:01 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -