সিডনি: একমাত্র প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার (Australia Cricket Team) বিরুদ্ধে রান পাননি। কিন্তু এরপর দুটো ম্যাচে প্রথমে আফগানিস্তানের (Afganistan) বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি ও পরে পাকিস্তানের বিরুদ্ধে ৮৬ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন। শুধু গোটা দলকেই নয়, একার হাতে ভারতীয় ব্যাটিং অর্ডারকেও নেতৃত্ব দিচ্ছেন রোহিত নিজেই। বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং মনে করেন ভারতীয় ক্রিকেট দলের যোগ্য অধিনায়ক রোহিত শর্মাই।
এক সাক্ষাৎকারে রিকি পন্টিং বলেন, ''রোহিত অলস চরিত্রের ক্রিকেটার। ব্যাটিংয়ের ধরণটাও সেই ধরণের। ও অনফিল্ড ও অফফিল্ড সবক্ষেত্রেই এই একই চরিত্রের। এভাবেই নিজেকে ক্রিকেটের মাঠে গড়ে তুলেছে ও। সাফল্যও পেয়েছে।'' আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে পন্টিং আরও বলেন, '''বিরাটের মত ক্রিকেটার যেমন ভীষণভাবে মাঠে সক্রিয় থাকে। সবসময় আগ্রাসন চোখে পড়ে। সমর্থকদের নিয়ে মাঠে খেলতে নামে। সমর্থকদের প্রতিটা পদক্ষেপে বিরাটের সঙ্গে থাকে। তবে এখানেই রোহিত একেবারে চুপচাপ শান্ত থাকার চেষ্টা করে। দারুণভাবে দলের প্লেয়ারদের নিয়ে চলতে পারে। আমি মনে করি ভারতীয় দলের জন্য এই মুহূর্তে নেতৃত্ব দেওয়ার একেবারে যোগ্য ব্যক্তি রোহিত শর্মা।''
অপরদিকে, রবিবারই পুণেতে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। প্রথম দিন দু'য়েক হালকা অনুশীলন করেছেন রোহিতরা। মঙ্গলবার থেকে পুরোদমে নেটে ঘাম ঝরাতে দেখা যাবে ভারতীয় দলকে। ভারতীয় দলে তেমন চোট আঘাতের দুঃশ্চিন্তা নেই। ডেঙ্গিকে হার মানিয়েই গত ম্যাচে দলে ফিরেছেন শুভমন গিল। পুণেতে তাঁর খেলা প্রায় নিশ্চিতই। ভারতীয় একাদশে কি এই ম্যাচে আদৌ কোন বদল ঘটতে পারে? প্রথম তিন ম্যাচের একটিতেও মহম্মদ শামিকে খেলতে দেখা যায়নি। বাংলাদেশ ম্যাচে তাঁকে সুযোগ দেওয়া হতে পারে বলে কোনও কোনও মহলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে যশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হতে পারে। তবে পুণের এমসিএ স্টেডিয়ামের পাটা উইকেটে স্পিনাররা তেমন মদত পান না। তাই আর অশ্বিনের এই ম্যাচ খেলা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
এই ম্যাচ কিন্তু টিম ইন্ডিয়ার কাছে বদলারও। ভারতীয় দল এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলেও, টুর্নামেন্টে বাংলাদেশের বিরুদ্ধেই একটিমাত্র ম্যাচে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। তাই এই ম্যাচ জিতে একদিকে যেখানে বদলার নেওয়ার হাতছানি রয়েছে, তেমনই টানা চার ম্যাচ জিতলে বিশ্বকাপ সেমিফাইনালের পথে বেশ খানিকটা এগিয়ে যাবে টিম ইন্ডিয়া। দর্শকরা কিন্তু পুণের ২২ গজে এক হাড্ডাহাড্ডি লড়াই দেখার আশায় থাকতেই পারেন।