করাচি:পাকিস্তান ক্রিকেটে সাম্প্রতিক টালমাটাল পরিস্থিতির মধ্যেই এবার ভিডিও ফাঁস করে জাতীয় দলের ওপেনার শার্জিল খানকে ভিডিও ফাঁস করে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ। শার্জিলের দাবি, ওই ভিডিও ফাঁস করার হুমকি দিয়ে তাঁর কাছ থেকে অর্থ দাবি করছে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা। ওই ভিডিও ফাঁস হলে শার্জিলের সুনাম ক্ষুণ্ন হবে বলে ব্ল্যাকমেলাররা হুমকি দিচ্ছে বলে অভিযোগ। এ ধরনের যে কোনও ভিডিও জাল বলে ফেসবুকের মাধ্যমে অনুরাগীদের জানিয়েছেন শার্জিল। তাঁর দাবি, কোনও আপত্তিকর বিষয়ে তিনি যুক্ত নন।
ঘটনা সম্পর্কে খোঁজখবর করতে পুলিশ শার্জিলের বাড়িতে গিয়ে তাঁর বাবার সঙ্গে কথা বলেছে। যদি পরিবারের তরফ থেকে সরকারিভাবে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, নিয়মানুযায়ী অভিযোগ দায়ের না হওয়ায় তদন্তের ক্ষেত্রে এগোনো যাচ্ছে না। কিন্তু অভিযোগ পেলে কয়েক ঘন্টার মধ্যেই নিষ্পত্তি করা সম্ভব বলেও তিনি জানিয়েছেন।
উল্লেখ্য, সম্প্রতি এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপে পাক দলের হয়ে খেলেছেন বাঁহাতি ওপেনার শার্জিল। তাঁর বাবা সোহেল খান বলেছেন, তাঁরা বিষয়টি পুলিশকে জানিয়েছেন। কিন্তু ফোনগুলি আসছে অজ্ঞাতপরিচয় সূত্র থেকে। তাই তাঁরা পুলিশকে ফোন নম্বর দিতে পারছেন না।
পাক ক্রিকেট বোর্ডের ভিজিল্যান্স এবং দুর্নীতি-মোকাবিলা ও নিরাপত্তা সেলকে বিষয়টি জানানো হয়েছে কিনা, এই প্রশ্নের উত্তর অবশ্য এড়িয়ে গিয়েছেন শার্জিলের বাবা।
উল্লেখ্য, সম্প্রতি পাক ক্রিকেটের টালমাটাল পরিস্থিতির মধ্যে মুখ্য নির্বাচক হয়েছেন ইনজামাম উল হক। তিনি আসন্ন ইংল্যান্ড সফরের জন্য অনুশীলন শিবিরে বাদ দিয়েছেন আহমেদ শেহজাদ, উমর আকমলদের মতো সিনিয়রদের।