কলকাতা: তাঁর রাজনীতি-যোগ নিয়ে বহু জল্পনা। যদিও সে সমস্ত চর্চায় বিন্দুমাত্র আগ্রহ নেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের। জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বরং অনেক বেশি উৎসাহী বাইশ গজের দুনিয়ায়। বরাবরের মতো। হার্টে তিনটি স্টেন্ট বসানোর পর এখন পুরো সুস্থ সৌরভ। এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সৌরভ জানালেন, শীঘ্রই বিমানযাত্রা শুরু করবেন। আমদাবাদে ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে মাঠে থাকবেন।
ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন সৌরভ। শুরু হয়ে গিয়েছে রোজকার কর্মব্যস্ততা। বৃহস্পতিবার দুপুরে ১১৫/১ বীরেন রায় রোডে দ্য উইলো টাওয়ারের পাঁচতলায় নিজের অফিসে বসে এবিপি আনন্দকে সৌরভ বললেন, ‘প্রত্যেক দিন দুরকম দুটো ওষুধ খেতে হচ্ছে। তিন মাস চলবে। খাওয়াদাওয়ায় কিছু বিধিনিষেধ রয়েছে। তেল-মশলাযুক্ত খাবার খেতে নিষেও করা হয়েছে। আমি এমনিতেও মশলাদার খাবার খেতাম না। স্টেন্টিং এখনকার দিনে কোনও ব্যাপার না। আমি সম্পূর্ণ ফিট। বোর্ডের সমস্ত বৈঠক টেলিকনফারেন্স বা ভিডিও কনফারেন্সে হচ্ছে। খুব শীঘ্রই এক শহর থেকে অন্য শহরে যাতায়াত শুরু করব।’
আমদাবাদের নবনির্মিত নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট ম্যাচ দেখতে যাওয়ার কথা ছিল। তবে চিকিৎসকদের পরামর্শে যাননি সৌরভ। আরও কিছুদিন বিশ্রাম নিয়েছেন। তবে ফিট সৌরভ ফের বিমানযাত্রার জন্য তৈরি। বললেন, ‘ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচে মাঠে থাকব। বিমান সফরে আর কোনও বিধিনিষেধ নেই। আগামী সপ্তাহেই আমদাবাদে যাব।’ ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। সব ম্যাচই হবে আমদাবাদে। ১২ ও ১৪ মার্চ প্রথম দুই ম্যাচ। সৌরভ জানালেন, ওই দুই ম্যাচে মাঠে থাকবেন তিনি।
আগামী আইপিএল কোথায় হবে, তা নিয়ে টালবাহানা চলছে বলে শোনা যাচ্ছিল। কলকাতা, চেন্নাইয়ের মতো কয়েকটা শহরে টুর্নামেন্ট হওয়া নিয়ে অনিশ্চয়তা নেই। তবে নিউ নর্ম্যালে আটটি ফ্র্যাঞ্চাইজি দলের হোম গ্রাউন্ডেই ম্যাচ আয়োজন করা হবে কি না, তা নিয়ে চর্চা চলছিল। সৌরভ যদিও বললেন, ‘আইপিএল আটটা শহরেই হবে। শুধু ওয়াংখেড়ের বিকল্প হিসাবে মোতেরাকে রাখা হয়েছে। মুম্বইয়ে করোনা সংক্রমণ নতুন করে ছড়িয়ে পড়ায় আমদাবাদকে তৈরি রাখা হচ্ছে। মহারাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনা চলছে। একান্তই মুম্বইয়ে ম্য়াচ করা না গেলে আমদাবাদে খেলা হবে।’ সেক্ষেত্রে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের হোমগ্রাউন্ড হতে পারে আমদাবাদের নবনির্মিত স্টেডিয়াম। টুর্নামেন্টের ফরম্যাটে কোনও বদল হবে? সৌরভ বলছেন, ‘না। গ্রুপ করে নয়, ম্যাচ হবে হোম ও অ্যাওয়ে প্রচলিত ফরম্যাটেই। এক সপ্তাহ বা দশ দিনের মধ্যেই আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত করা হবে।’