নয়াদিল্লি: ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-এর সভাপতি হিসেবে কার্যভার গ্রহণ করতে চলেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। অনুরাগীরা সৌরভের এই নতুন দায়িত্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেক ক্রিকেটার সৌরভকে অভিনন্দন জানিয়েছেন। বীরেন্দ্র সহবাগ, ভিভিএস লক্ষ্মণ, বিনোদ কাম্বলির মতো প্রাক্তন ভারতীয় ক্রিকেটারদের পাশাপাশি সৌরভকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার ও প্রাক্তন অজি ক্রিকেটার ব্র্যাড হজও। সৌরভকে বিসিসিআই-এর সভাপতি করার সিদ্ধান্তের প্রশংসা করেছেন শোয়েব আখতার। তিনি মনে করেন, অধিনায়ক হিসেবে সৌরভ ভারতীয় ক্রিকেটের ভোল বদলে দিয়েছিলেন, মানসিকতায় নিয়ে এসেছিলেন পরিবর্তন।
একটা সময় আইপিএলে সৌরভের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন শোয়েব আখতার। তিনি বলেছেন, সৌরভের ক্রিকেট মস্তিষ্ক খুবই প্রখর।
নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব আখতার বলেছেন, যে ব্যক্তি ভারতীয় ক্রিকেটের ভোল বদলে দিয়েছিলেন, তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়। ৯৭-৯৮-এর আগে কখনও ভাবা যেত না, ভারত পাকিস্তানকে হারাতে পারে। সৌরভ অধিনায়ক হওয়ার আগে পর্যন্ত আমার কখনও মনে হয়নি যে, পাকিস্তানকে হারানোর মতো রসদ ভারতের রয়েছে। সৌরভ ভারতীয় ক্রিকেটের মানসিকতাই বদলে দিয়েছিলেন। ভারতের হয়ে খেলার মতো প্রতিভা খুঁজে বের করতে জহুরির চোখ ছিল সৌরভের।
এখানেই থেমে থাকেননি শোয়েব আখতার। তিনি বলেছেন, সৌরভ দুর্দান্ত নেতা। প্রতিভা বাছাইয়ের ক্ষেত্রে তাঁর ভূমিকায় কোনও খাদ ছিল না। তাঁর ক্রিকেট জ্ঞানও গভীর।
আগামী ২৩ অক্টোবর বিসিসিআই-এর সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন সৌরভ। এই পদের জন্য তিনি একাই মনোনয়ন পেশ করেছিলেন।
ভারতীয় ক্রিকেটের ভোল বদলে দিয়েছিলেন, সৌরভকে বিসিসিআই সভাপতি করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বললেন শোয়েব আখতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Oct 2019 08:23 PM (IST)
ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-এর সভাপতি হিসেবে কার্যভার গ্রহণ করতে চলেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। অনুরাগীরা সৌরভের এই নতুন দায়িত্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেক ক্রিকেটার সৌরভকে অভিনন্দন জানিয়েছেন।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -