কলকাতা: ৯ তারিখ রঞ্জির ফাইনালে মুখোমুখি বাংলা ও সৌরাষ্ট্র। ওই ম্যাচে রবীন্দ্র জাডেজাকে খেলাতে চেয়ে বোর্ডকে চিঠি লিখেছিল সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থা। সেই আবেদন খারিজ করে দিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। ফাইনালে সৌরাষ্ট্র দলের হয়ে খেলবেন চেতেশ্বর পূজারা। বাংলা দলে ফিরবেন ঋদ্ধিমান সাহা। তবে রবীন্দ্র জাডেজা কোনওভাবেই খেলতে পারবেন না। তাঁর না খেলার পিছনে কারণ একটাই, ‘বোর্ডের নীতি’। ‘আগে দেশ’, বোর্ডের এই নীতিতেই রঞ্জি ফাইনাল খেলতে পারবেন না তারকা অলরাউন্ডার।


১২ তারিখ থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। সেই সিরিজে ভারতীয় দলে থাকার কথা জাডেজার। তাই তাঁকে কোনও ভাবেই রঞ্জি ফাইনাল খেলার জন্য ছাড়বে না বোর্ড। সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট জয়দেব শাহ এই বিষয়ে সৌরভের সঙ্গে কথাও বলেন। তবে সৌরভ সাফ জানিয়ে দেন, বোর্ডের পক্ষে এই আর্জি মেনে নেওয়া সম্ভব নয়।


এই প্রসঙ্গে জয়দেব শাহ বলেন, “রবীন্দ্র জাডেজাকে রঞ্জি ফাইনাল খেলতে দেখলে খুশি হতাম। শুধু জাডেজা নয় আমি চাই মহম্মদ শামিও বাংলার হয়ে খেলুক।” ভারতীয় ক্রিকেট বোর্ডকে তাঁর পরমার্শ, ঘরোয়া ক্রিকেটে দর্শক টানতে চাইলে সর্বপ্রথম ক্রীড়াসূচিতে বদল আনতে হবে। রঞ্জি ফাইনালের সময় কোনও ভাবেই আন্তর্জাতিক ম্যাচ রাখা উচিত নয় বলেও মত সৌরাষ্ট্রের প্রাক্তন এই ক্রিকেটারের। আরও একধাপ এগিয়ে তিনি প্রশ্ন তোলেন, বোর্ড কি আইপিএল চলাকালীন আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করবে?