কলকাতা: তিনি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শুনেই উদ্বিগ্ন হয়ে পড়েছিল গোটা বিশ্বে ছড়িয়ে থাকা তাঁর ভক্তকুল। শুরু হয়েছিল তাঁর আরোগ্য কামনায় প্রার্থনা।


অবশেষে তাঁর সমর্থকদের জন্য সুখবর। সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) করোনামুক্ত। ভারতীয় ক্রিকেট দলের (Team India) কিংবদন্তি অধিনায়ক ফের প্রবেশ করছেন কর্মব্যস্ত জীবনে। বুধবার থেকেই শুরু হয়ে যাচ্ছে 'দাদাগিরি'-র শ্যুটিং। যে খবর স্বস্তি দিচ্ছে তাঁর তামাম ভক্তদের।


বর্ষশেষে করোনায় আক্রান্ত হয়েছিলেন সৌরভ। তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তাঁর শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ককটেল অ্যান্টিবডি দেওয়া হয়। যেহেতু সৌরভের কিছু কো-মর্বিডিটি রয়েছে, তাই চিকিৎসকেরা কোনও ঝুঁকি নিতে চাননি। করোনা চিকিৎসার পাশাপাশি কোভিডের ধাক্কায় তাঁর হৃদযন্ত্রের কোনও ক্ষতি হয়েছে কি না, তা পরীক্ষা করতে দেবী শেঠির মতো নামী বিশেষজ্ঞের পরামর্শও নেওয়া হয়। দিনকয়েক পরে হাসপাতাল থেকে ছাড়া পান সৌরভ। বেহালার বীরেন রায় রোডের বাড়িতে ফিরে তিনি নিভৃতবাসে ছিলেন। নিয়মিত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগও রাখছিলেন। 


এরই মধ্যে করোনা আক্রান্ত হন সৌরভ-কন্যা সানাও। লন্ডনে পড়াশোনা করেন। তবে বড়দিনের ছুটিতে বাড়ি ফিরেছিলেন সানা। এখানেই তিনি সংক্রমিত হন। পাশাপাশি আক্রান্ত হন সৌরভের কাকা তথা সিএবি কোষাধ্যক্ষ দেবাশিস গঙ্গোপাধ্যায়-সহ পরিবারের বেশ কয়েকজন। তবে সৌরভের স্ত্রী ডোনার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল। গঙ্গোপাধ্যায় পরিবার সূত্রে খবর, মঙ্গলবার সানারও করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তিনি সুস্থ রয়েছেন।


আরও পড়ুন: শেষ বেলায় ধাক্কা বুমরার, প্রথম দিনই ১১ উইকেটের পতন কেপ টাউনে


তবে সৌরভ-ভক্তরা স্বস্তিতে কারণ, বুধবার থেকেই শুরু হয়ে যাচ্ছে মহারাজের কর্মব্যস্ততা। দাদাগিরির শ্যুটিং শুরু হয়ে যাচ্ছে জোরকদমে। বাড়িতে নিভৃতবাসে থাকলেও কয়েকদিন ধরেই কাজকর্ম শুরু করেছিলেন সৌরভ। ভার্চুয়ালি ভারতীয় ক্রিকেট বোর্ডের কয়েকটি বৈঠকও করেন তিনি। মঙ্গলবার আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠক ছিল। সেই বৈঠকেও ভার্চুয়ালি হাজির ছিলেন সৌরভ।


বুধবার থেকে বাড়ির বাইরে পা রাখছেন করোনা-জয়ী সৌরভ।