মুম্বই: ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)-র সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ায় ‘স্বার্থের সংঘাত’ অভিযোগের প্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে ক্লিনচিট দিল এথিক্স কমিটি।
সূত্রের খবর, বোর্ডের এথিক্স কমিটির চেয়ারম্যান ডি কে জৈন জানান, সিএবি সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন সৌরভ। পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন সিএবি সচিব অভিষেক ডালমিয়ার কাছে। ফলত, এখন সৌরভের তরফে কোনও ‘স্বার্থের সংঘাত’ রয়েছে কি না, এহেন অভিযোগের যথার্থতা খতিয়ে দেখার কোনও যৌক্তিকতা নেই।
কয়েকদিন আগেই, অভিষেককে পাঠানো পদত্যাগপত্রে সৌরভ লেখেন, ২৩ অক্টোবর বোর্ড সভাপতির দায়িত্ব নেওয়ার দরুন আমি সিএবি সভাপতির পদ থেকে অবিলম্বে পদত্যাগ করছি।
প্রসঙ্গত, সৌরভের বিরুদ্ধে ‘স্বার্থের সংঘাত’-এর অভিযোগ আনেন মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য সঞ্জীব গুপ্ত। তাঁর অভিযোগ, সম্প্রতি বোর্ডের সভায় সিএবি প্রেসিডেন্ট হিসেবেই শুধু নয়, সিএবি-র প্রতিনিধিত্বও করেন সৌরভ।
বোর্ডের এথিক্স অফিসার জানান, সৌরভের পদত্যাগের ফলে, স্বার্থের সংঘাতের অভিযোগের কোনও সারবত্তা রইল না। ফলে, অভিযোগটি খারিজ করা হল। এই রায়ের প্রতিলিপি সৌরভ ও বোর্ডকে পাঠিয়ে দিয়েছেন জৈন।
সিএবি সভাপতির পদে ইস্তফা, ‘স্বার্থের সংঘাত’ অভিযোগ থেকে সৌরভকে ক্লিনচিট বোর্ডের এথিক্স কমিটির
Web Desk, ABP Ananda
Updated at:
17 Nov 2019 12:33 PM (IST)
সৌরভের বিরুদ্ধে ‘স্বার্থের সংঘাত’-এর অভিযোগ আনেন মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য সঞ্জীব গুপ্ত।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -