জাতীয় দলে সৌরভের সতীর্থ বীরেন্দ্র সহবাগও ট্যুইট করে তাঁর সুস্থতা কামনা করেছেন। ট্যুইটে সহবাগ লিখেছেন, ‘দাদা, দ্রুত সুস্থ হয়ে উঠতে হবে। তোমার দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করছি।’ সৌরভের অপর এক প্রাক্তন সতীর্থ অনিল কুম্বলেও ট্যুইট করে সুস্থতা কামনা করেছেন। সৌরভের দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করার কথা জানিয়েছেন এপর এক সতীর্থ ইরফান পঠানও।
জাতীয় দলের সদস্য শ্রেয়স আয়ারও ট্যুইট করে সৌরভের সুস্থতা কামনা করেছেন। প্রাক্তন ক্রিকেটার প্রজ্ঞান ওঝাও ট্যুইট করে দ্রুত সৌরভের সুস্থতা কামনা করেছেন।
ধারাভাষ্যকার হর্ষ ভোগলেও, ট্যুইট করে সৌরভের দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করার কথা জানিয়েছেন।
অভিনেত্রী নাগমাও ট্যুইট করে সৌরভের সুস্থতা কামনা করেছেন।
এছাড়া ট্যুইট করে সৌরভের সুস্থতা কামনা করেছেন প্রাক্তন সতীর্থ গৌতম গম্ভীর। বিসিসিআই, আইসিসি, কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকেও ট্যুইট করে সৌরভকে শুভেচ্ছা জানানো হয়েছে।