কলকাতা: আজই বিসিসিআইয়ের সাধারণ বার্ষিক সভায় (BCCI AGM) সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বদলে বোর্ডের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন রজার বিনি। বোর্ড সভাপতি পদ ছাড়তে তিনি কার্যত বাধ্য হয়েছেন। তবুও সৌরভপ্রেমীরা আশায় বুক বেঁধেছিলেন, হয়তো আইসিসি চেয়ারম্যান পদে ভারতীয় বোর্ডের পক্ষ থেক মনোনয়ন জমা দেবেন ভারতের কিংবদন্তি অধিনায়ক। সোমবার মমতা বন্দোপাধ্যায়ও প্রকাশ্যে সৌরভের আইসিসিতে যাওয়া নিয়ে সওয়াল করেছিলেন। এমনকী, প্রধানমন্ত্রী মোদির হস্তক্ষেপ দাবি করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। তবে সেই আশা পূর্ণ হল না। বোর্ড সূত্রে যা ইঙ্গিত তাতে সৌরভের আইসিসিতে যাওয়া সম্ভবত হচ্ছে না।


বার্কলেকে সমর্থন


মঙ্গলবারই, ১৮ অক্টোবর মুম্বইতে, বিসিসআইয়ের বার্ষিক সাধারণ সভা ছিল। এই সভাতেই সৌরভের পরিবর্তে বিনিকে সভাপতি হিসাবে নির্বাচিত হন। সৌরভ শিবির অবশ্য তাকিয়েছিল তাঁকে আইসিসিতে পাঠানো হয় কি না, সেইদিকে। তবে, মঙ্গলবারের বৈঠকে এই নিয়ে কোনও আলোচনাই হল না। শুধুমাত্র আলোচনা হল আইসিসিতে ভারতীয় বোর্ডের প্রতিনিধি হিসাবে কে যাবেন সেই নিয়ে। তা নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্তও হয়নি। আইসিসির নির্বাচন নভেম্বরে অনুষ্ঠিত হবে। তাঁর আগে এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আইসিসির চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২০ অক্টোবর। ফলে ভারতীয় বোর্ড থেকে আইসিসির চেযারম্যান পদে যে কেউ লড়বেন না, তা বলাই চলে। সেক্ষেত্রে বর্তমান চেয়ারম্যান জর্জ বার্কলেকে আরও একটি মেয়াদকাল (দুই বছর) সমর্থন করার পথেই হাঁটতে পারে বিসিসিআই। যে ইঙ্গিত আগেই দিয়েছিল এবিপি লাইভ।


সিএবি সভাপতি হচ্ছেন সৌরভ?


মঙ্গলবার দুপুরের পর থেকে সৌরভ অনুরাগীদের মনে প্রশ্ন দাদার কী হবে। সৌরভ-ঘণিষ্ঠ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেল সিএবি সভাপতি (CAB President) পদেই লড়বেন তিনি। তাঁর আইসিসিতে যাওয়ার সম্ভাবনা কার্যত শেষ। সিএবি সভাপতি হিসাবেই পরের তিন বছর দেখা যেতে পারে সৌরভকে। সিএবিতে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২২ অক্টোবর। মনে করা হচ্ছে তার মধ্যেই নিজের মনোনয়ন জমা দেবেন সৌরভ। সিএবিতে যতই সৌরভ বিরোধী হাওয়া বইতে শুরু করুক না কেন, সভাপতি পদে সৌরভ লড়াই করলে, বিনা প্রতিদ্বন্দিতা. তাঁর জয় নিশ্চিত। তবে বাকি পদে কারা থাকেন, সেই নিয়ে জোর জল্পনা।


আরও পড়ুন: জল্পনা মতোই সৌরভ পরবর্তী বিসিসিআই সভাপতি হলেন রজার বিনি