মুম্বই: গত ১৬ অক্টোবর প্রয়াত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী বৈশালী টক্কর (Vaishali Takkar)। প্রাথমিক তদন্তে পুলিশ সূত্রে খবর, প্রেম ঘটিত সমস্যার কারণে আত্মহত্যা করেছেন তিনি (Vaishali Takkar Death)। ইন্দোরের বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। সোমবার সাংবাদিকদের নরোত্তম মিশ্র বলেন, 'এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩০৬ নং ধারায় অভিনেত্রীর প্রতিবেশী রাহুল নভলানি ও তাঁর স্ত্রী দিশার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এবং ঘটনার আরও তদন্ত চলছে।' এবার বিস্ফোরক তথ্য সামনে আনলেন প্রয়াত অভিনেত্রীর বাবা-মা।
বৈশালী টক্করের মৃত্যু প্রসঙ্গে তাঁর বাবা-মা-
সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে প্রয়াত অভিনেত্রী বৈশালী টক্করের (Vaishali Takkar) বাবা-মা জানিয়েছেন যে, ইতিমধ্যেই বিয়ের পরিকল্পনা চলছিল তাঁর। বিয়ের কেনাকাটা করারও পরিকল্পনা করেছিলেন। দীপাবলির পর পার্টি দেওয়ারও কথা বলেছিলেন। ছোট পর্দার পরিচিত মুখ অভিনেতা বিকাশ শেঠি ও তাঁর স্ত্রী জাহ্নবী রানা জানান যে, তাঁদের সঙ্গে বৈশালীর সম্পর্ক অত্যন্ত ভালো ছিল। নানা সময়ে তাঁরা একসঙ্গে সময় কাটাতেন। নিজের ব্যক্তিগত জীবন নিয়েও তাঁদের অনেক কথা বলেছিলেন বৈশালী। অভিনেতা দম্পতি জানাচ্ছেন যে, আত্মহত্যা করার দিন দুয়েক আগেও বৈশালী তাঁদের কাছে তাঁর হবু স্বামীর কথা বলেছিলেন। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার মিতেশের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল তাঁর। জাহ্নবী জানাচ্ছেন, আর্থিক সাহায্যও চেয়েছিলেন বৈশালী (TV Actress Vaishali Takkar Death)। তাঁর পরিকল্পনা ছিল, মুম্বই এসে তাঁদের বাড়িতে থেকে বিয়ের কেনাকাটা করার।
আরও পড়ুন - Bollywod Celebrity Updates: ডিসেম্বরে বিয়ে হৃত্বিক রোশনের এই সহ-অভিনেত্রীর
জাহ্নবী বলছেন, 'মাস পাঁচেক আগে মিতেশের কথা বৈশালী আমাদের বলে। আমি ওর সঙ্গেও কথা বলি ভিডিও কলের মাধ্যমে। বৈশালীর হবু স্বামীকে আমাদের বেশ ভালো লাগে।' প্রসঙ্গত, পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার মোতি-উর-রহমান এদিন সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, 'ঘটনাস্থলে একটি পাঁচ পাতার স্যুইসাইড নোট মিলেছে যেখানে বৈশালী রাহুলের নাম উল্লেখ করে তাঁরে উত্যক্ত করার কথা বলেছেন।' জানা যাচ্ছে, অভিনেত্রীর পরিবারের অভিযোগ, তাঁর বিয়ের খবর পাওয়ার পর থেকেই রাহুল উত্যক্ত করছিলেন তাঁকে। অভিযুক্ত দম্পতিকে তাঁদের ইনদোরের বাড়িতে খুঁজে পাওয়া যায়নি। পুলিশ সূত্রে খবর, তাঁরা বাড়িতে তালা লাগিয়ে কোথাও চলে গিয়েছেন।