মেলবোর্ন: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জোরকদমে নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া (Australia Cricket Team)। নিজেদের ঘরের মাঠে ভাল পারফর্ম করতে মরিয়া অজিরা। তবে ২০ ওভারের বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ৫০ ওভারের অধিনায়ক (Australia Captain) বেছে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া। ওয়ান ডেতে অস্ট্রেলিয়ার অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন স্টিভ স্মিথ, প্যাট কামিন্স (Pat Cummins), গ্লেন ম্যাক্সওয়েলরা। ডেভিড ওয়ার্নারের ওপর থেকে নিষেধাঞ্জা তুলে তাঁকেও অধিনায়ক করা হতে পারে বলে জল্পনা ছিল।


অধিনায়ক কামিন্সই


সবাইকে পিছনে ফেলে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সকেই ওয়ান ডেতেও দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হল। বিশ্বকাপে অ্যারন ফিঞ্চই (Aaron Finch) অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন। তবে নিউজিল্যান্ড সিরিজের পরই আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তিনি। তাই ফিঞ্চের উত্তরসূরি খোঁজার কাজ শুরু হয়। জল্পনায় একাধিক নাম উঠে আসলেও, তাঁর উত্তরসূরি হিসাবে শেষমেশ কামিন্সকেই বাছা হল। জল্পনা সত্ত্বেও, ডেভিড ওয়ার্নারের ওপর থেকে ক্রিকেট অস্ট্রেলিয়া নিষেধাজ্ঞা এখনও তোলেনি। তাই তাঁকে অধিনায়ক পদের জন্য বিচারই করা হয়নি। 


 






 


আজই ২৯ বছর বয়সি প্যাট কামিন্সকে অস্ট্রেলিয়ার ২৭তম ওয়ান ডে অধিনায়ক হিসাবে নির্বাচিত করার কথা ঘোষণা করা হয় ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে। এক বিবৃতিতে জানানো হয়, 'টেস্ট অধিনায়ক হিসাবে দলের দায়িত্ব নেওয়ার পর থেকে প্যাট কামিন্স দারুণ কাজ করেছে। ভারতে ২০২৩ সালের বিশ্বকাপে কামিন্সই দলকে নেতৃত্ব দেবেন। সেইদিকে আমরা তাকিয়ে আছি।' টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে নভেম্বরেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজেই কামিন্সকে ওয়ান ডে অধিনায়ক হিসাবে দায়িত্ব নিতে দেখা যাবে।


প্রস্তুতি ম্যাচ জিতল ভারত


সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারত। অস্ট্রেলিয়াকে ৬ রানে হারিয়ে দেয় ভারত। প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ১৮৬/৭। জবাবে ব্যাট করতে নেমে ১৮০ রানে শেষ হয়ে যায় গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শামি মাত্র এক ওভার বল করেন। ৬ বলেই তিনি তুলে নেন তিন উইকেট। তাঁর শিকার জশ ইংলিস, প্যাট কামিন্স ও কেন রিচার্ডসন। সেই ওভারে একটি রান আউটও হয়। সব মিলিয়ে ওই ওভারে চার উইকেট হারায় অস্ট্রেলিয়া। ওঠে মাত্র ৪ রান।


আরও পড়ুন: বিশ্বকাপের আগে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সেরা পেসারকে পরামর্শ শামির