নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের কঠিন প্রতিপক্ষ হিসেবে রূপান্তরের কৃতিত্ব সৌরভ গঙ্গোপাধ্যায়কে দিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন। ক্রিকবাজ-এ হর্ষ ভোগলের সঙ্গে কথা বলতে গিয়ে নাসের বলেছেন, সৌরভের জমানার আগে ভারতীয় দল ভালো ছিল। কিন্তু অধিনায়ক হিসেবে সৌরভ দায়িত্ব নেওয়ার পর দলের মানসিকতার ভোলবদল ঘটে।
নাসের বলেছেন, সৌরভের আগে ভারতীয় দল ভালো হলেও, দৃষ্টিভঙ্গির দিক থেকে এত শক্তপোক্ত ছিল না। তিনি বলেছেন, সৌরভের আগে ভারত সুন্দর দল ছিল, দলে বেশ কয়েকজন ভালো প্লেয়ার ছিলেন। আজহার, শ্রীনাথ মতো খেলোয়াড়রা ছিলেন দুর্দান্ত। নাসের হাল্কা কথার ছলে বলেছেন, অনেকটা সুপ্রভাত, কেমন আছো-এই ধরনের। খুবই সুন্দর, মনোরম। গাঙ্গুলি এই দলকেই কঠিন করে তোলেন। ইংল্যান্ডে সাড়ে দশটা, ১০.৩১ বেজে গেছে, টসের জন্য গাঙ্গুলির অপেক্ষা করছি। কোথায় গাঙ্গুলি? (হাল্কা গলায়) স্টিভ ওয়া, আমি, সবাই-এভাবেই অপেক্ষা করত।
উল্লেখ্য, সৌরভ ১৪৬ একদিনের ম্যাচ ও ৪৯ টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। এরমধ্যে ভারত জিতেছে যথাক্রমে ৭৬ ও ২১ টিতে।
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক বর্তমান ভারতীয় দলেরও ভূয়সী প্রশংসা করেছেন। ফিটনেস সম্পর্কে দলের সংস্কৃতি বদলে দেওয়ার জন্য বর্তমান অধিনায়ক বিরাট কোহলির তারিফ করেছেন তিনি।
নাসের বলেছেন, এভাবেই ভারতীয় দলকে এগিয়ে নিয়ে চলেছেন কোহলি। ফিটনেস নিয়ে দলের সংস্কৃতিটাই বদলে গিয়েছে। তারওপর জয়ের মানসিকতাও দলের মধ্যে চারিয়ে দিতে পেরেছে কোহলি।
সেরা অধিনায়ক হিসেবে নাসের বেছে নিয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকে। তাঁকে খেলার খুব ভালো দূত হিসেবেও উল্লেখ করেছেন নাসের।
ভারতীয় দলকে কঠিন প্রতিপক্ষ হিসেবে গড়ে তুলেছিলেন সৌরভ, বললেন নাসের হুসেন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 May 2020 05:07 PM (IST)
ভারতীয় ক্রিকেট দলের কঠিন প্রতিপক্ষ হিসেবে রূপান্তরের কৃতিত্ব সৌরভ গঙ্গোপাধ্যায়কে দিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন। ক্রিকবাজ-এ হর্ষ ভোগলের সঙ্গে কথা বলতে গিয়ে নাসের বলেছেন, সৌরভের জমানার আগে ভারতীয় দল ভালো ছিল। কিন্তু অধিনায়ক হিসেবে সৌরভ দায়িত্ব নেওয়ার পর দলের মানসিকতার ভোলবদল ঘটে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -