কলকাতা: করোনা পরিস্থিতিতে পঞ্চায়েত সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আজ নবান্নে জেলার পঞ্চায়েত দপ্তর গুলির সঙ্গে ভিডিও কনফারেন্স করেন মুখ্যমন্ত্রী। গ্রাম পঞ্চায়েত এলাকায় কীসে কীসে বিধি নিষেধ, কোন কোন দোকান খোলা থাকবে, কী কী বন্ধ, তাই নিয়েই কথা বলেন মুখ্যমন্ত্রী। করোনার ত্রাসের মধ্যেই সাবধানতা অবলম্বন করে শেষ করতে হবে গ্রামবাংলায় উন্নয়নের কাজ, বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী বলেন, করোনা থাকবে, তার মধ্যেই চাই গ্রাম বাংলার জাগরণ। তিনি আশ্বাস দেন, আস্তে আস্তে আরও দোকানপাট খুলবে। মুখ্যমন্ত্রী বলেন, ‘আগামীদিনে খোলা হবে আরও দোকান।’
মুখ্যমন্ত্রী দাবি করেন, তাঁর সরকার চাইছে, দোকান-পাট খুলুক। করোনা মোকাবিলায় ভয় পাওয়ার কারণ নেই।



মুখ্যমন্ত্রীর পরামর্শ, ‘জনবহুল এলাকায় সামাজিক দূরত্ব বজায় রাখতেই হবে। মাস্ককে জীবনের সঙ্গী করে নিন।...বাইরের জিনিসে হাত দেওয়ার আগে গ্লাভস পরুন’
‘এই পরিস্থিতিতেই গ্রামে উন্নয়নমূলক প্রকল্প শেষ করতে হবে’, বলে জোর দেন মুখ্যমন্ত্রী। ১০০ দিনের কাজে আরও বেশি শ্রমিক নিয়োগ করার নির্দেশ দেন তিনি।
মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, করোনার সঙ্গে সঙ্গে অন্যান্য রোগীরাও যেন চিকিৎসা পান,সেই বিষয়টি যেন খেয়াল রাখা হয়। দ্বিতীয়ত বাইরে থেকে আসা শ্রমিকদের স্বাস্থ্যপরীক্ষা করেই গ্রামে ঢোকাতে হবে।