মুম্বই: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগেই ভারতীয় শিবিরে করোনা থাবা দিয়েছে। করোনা আক্রান্ত হয়েছেন দলের উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ ও দলের থ্রো ডাউন স্পেশালিস্ট দয়ানন্দ গরানি। এবার সেই ইস্যুতেই মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
ভারতীয় ক্রিকেটারদের বিভিন্ন সময়ে মাস্ক ছাড়া দেখা গিয়েছে। ইউরো কাপে ইংল্যান্ড- জার্মানি ম্যাচ দেখতে গিয়েছিলেন পন্থ। সেখানেও মাস্ক ছাড়াই দেখা গিয়েছিল তাঁকে। তবে পন্থের পাশেই দাঁড়ালেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
বিসিসিআই সভাপতি এই নিয়ে এক সাক্ষাৎকারে বলেন, 'সব সময় মাস্ক পরে থাকা যায় না। হতে পারে তা বাধ্যতামূলক, কিন্তু এই বিষয়টা ভীষণ কঠিন। আশা করি সবাই আমি কি বলতে চাইছি তা বুঝবে।'
মহারাজ আরও বলেন, 'এমনটা যে কারও হতে পারত। এটা নিয়ে খুব একটা চিন্তা করার কিছু আছে বলে আমি মনে করি না। তবে আমি আশাবাদী যে এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবে দল। ৪ অগাস্ট প্রথম টেস্ট ম্যাচ শুরু। তার আগে বেশ কিছুদিন সময় পাওয়া যাবে। আশা করি তার মধ্যেই সব ঠিক হয়ে যাবে। ৫-৬ দিন কেটে গিয়েছে এরমধ্যেই। আশা করি প্র্যাকটিসের আগে পন্থ ৪-৫ দিনের অনুশীলনও করতে পারবে। আমি এই নিয়ে আলাদা করে চিন্তিত নই।'
ইংল্য়ান্ডের মাটিতে পন্থের ব্যাটিং বেশ কার্যকরী হতে পারে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু পন্থের এই অসুস্থতা কিছুটা হলেও চাপে রেখেছে ভারতীয় দলকে। প্রথম উইকেট কিপার হিসেবে এখনও প্রথম পছন্দ ভারতীয় দলের ঋষভ পন্থই। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত পারফর্মের পর ঋদ্ধিমান সাহার আগে পন্থের কথাই ভাবছে টিম ম্যানেজমেন্ট। এমনকী টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও পন্থকেই খেলতে দেখা গিয়েছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। প্রথম টেস্ট যদি নাও খেলতে পারেন পন্থ, তবে দ্বিতীয় টেস্টে তাঁর ফিরে আসার সম্ভাবনা রয়েই যাচ্ছে। সেক্ষেত্রে কিছুটা চিন্তা কমবে টিম ইন্ডিয়ার জন্য।