নয়াদিল্লি: লোঢা কমিটির সুপারিশ কিভাবে করা যায়, তার জন্য মঙ্গলবার ৭ সদস্যের কমিটি গঠন করল বিসিসিআই। কমিটির চেয়ারম্যান রাজীব শুক্ল। রয়েছেন বোর্ডের দুই পদাধিকারী কার্যকরী সচিব অমিতাভ চৌধুরি ও কোষাধ্যক্ষ অনিরুদ্ধে চৌধুরি। উল্লেখযোগ্যভাবে রয়েছেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। গতকালই মুম্বইয়ে বোর্ডের বিশেষ সাধারণ সভায় কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
কমিটির লক্ষ্য হল, লোঢা প্যানেলের সুপারিশ কার্যকর করার বিষয়ে বোর্ডের বিভিন্ন সংগঠনের মধ্যে যে সমস্যা দেখা দিয়েছে, তার দ্রুত নিষ্পত্তি করা। প্রসঙ্গত, চারটি সুপারিশ নিয়ে ধন্দ তৈরি হয়েছে-- এক রাজ্য এক ভোট, কর্মকর্তাদের ঊর্ধ্ব বয়ঃসীমা ৭০, কর্মকর্তাদের জন্য কুলিং-অফ পিরিয়ড এবং জাতীয় নির্বাচন প্যানেলের সদস্য-সংখ্যা। বিসিসিআইয়ের বৈঠকের পরে মঙ্গলবার সিএবি কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন সৌরভ। বিসিসিআইয়ের বৈঠকে ঠিক কি আলোচনা হয়েছে, তা জানান সিএবি সভাপতি।
এদিকে, বিসিসিআইয়ের বৈঠকে লোঢার সুপারিশ নিয়ে ঠিক কি আলোচনা হয়েছে, তা নিয়ে পর্যালোচনার জন্য আগামি ১ জুলাই অনুমোদিত সংস্থাগুলির সঙ্গে জরুরি ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকেছে সিএবি।