কলকাতা: বাড়িতেই কয়েকদিন আগেই মৃদু হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। নিরূপা গঙ্গোপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মা। এখনও চিকিৎসাধীন তিনি। তার মাঝেই ১৭ ফেব্রুয়ারি, শনিবার ছিল তাঁর জন্মদিন। এবং মায়ের জন্মদিনে খুশিতে ভাসছেন সৌরভও। সোশ্যাল মিডিয়ায় মাকে শুভেচ্ছাবার্তা দিলেন জাতীয় দলের (Indian Cricket Team) কিংবদন্তি অধিনায়ক।
সৌরভ শনিবার সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন। সেখানে সৌরভের পরনে ভারতীয় দলের (Team India) পুল ওভার। ওপরে জ্বলজ্বল করছে সাহারা। এক সময় যে সংস্থা ভারতীয় ক্রিকেটের প্রধান স্পনসর ছিল। গাড়িতে মায়ের সঙ্গে রয়েছেন সৌরভ। দুজনের মুখেই স্মিত হাসি। পুরনো সেই ছবি পোস্ট করে সৌরভ লিখেছেন, 'আমাদের পরিবারের হৃদস্পন্দনের উদ্দেশে, শুভ জন্মদিন, মা! তোমার ভালবাসা আমাদের বাড়িকে আনন্দ ও উষ্ণতায় ভরিয়ে তুলেছে।'
১ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হন নিরূপাদেবী। সেদিনই সিএবি-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে একটি সাংবাদিক বৈঠক ছিল। যদিও মায়ের শারীরিক অবস্থার জন্য সেখানে থাকতে পারেননি স্নেহাশিস। তিনিই প্রথমে জানান যে, সেদিন দুপুরে বাড়িতেই অসুস্থ বোধ করছিলেন নিরূপাদেবী। বাড়িতেই ইসিজি করানো হয়। সেই রিপোর্ট খুব একটা সন্তোষজনক ছিল না। চিকিৎসকদের পরামর্শে সেদিনই হাসপাতালে ভর্তি হন নিরূপাদেবী। সেই থেকে হাসপাতালেই ভর্তি রয়েছেন নিরূপাদেবী। সৌরভ প্রত্যেক দিনই হাসপাতালে গিয়ে মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে আসছেন।
মাঝে একবার রক্তে হিমোগ্লোবিন কমে গিয়েছিল নিরূপাদেবীর। তাঁকে রক্তও দিতে হয়েছিল। জানা গিয়েছিল, অ্যাঞ্জিওগ্রাম হয়েছে সৌরভের মায়ের। তবে অ্যাঞ্জিওপ্লাস্ট হবে কি না, সেই সিদ্ধান্ত নেবেন চিকিৎসকেরা। তাঁর বয়সের কথাও মাথায় রাখা হচ্ছে। সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
সৌরভ কয়েক দিন আগে জানিয়েছিলেন, তাঁর মায়ের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। শনিবার ছিল নিরূপাদেবীর জন্মদিন। মা আপাতত হাসপাতালে ভর্তি। সৌরভের তাই মাকে নিয়ে সেলিব্রেশনের সুযোগ ছিল না। সোশ্যাল মিডিয়াতেই শুভেচ্ছাবার্তা জানালেন তিনি।
আরও পড়ুন: Mukesh Kumar: কলকাতায় ট্যাক্সি চালাতেন বাবা, রোহিতদের সংসারে ঢুকেও পা মাটিতে রেখে চলার শপথ মুকেশের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।