সন্দেশখালি, উত্তর ২৪ পরগনা: এখনও ভয়ে কাঁপছে সন্দেশখালি, 'ড্যামেজ কন্ট্রোলে' তৃণমূল । গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন, 'সন্দেশখালি নিয়ে এত মাতামাতি, চোপড়ায় কী ঘটেছে ? একবারও বিজেপি-কংগ্রেস-সিপিএমের প্রতিনিধিরা গেছেন ? সুকান্ত পা পিছলে গাড়িতে পড়ে গেছেন, তার জন্য লোকসভার  স্বাধিকার রক্ষা কমিটির নোটিস আমাদের আধিকারিকদের !' এদিকে ২৪ ঘণ্টা পেরোতেই অন্য ছবি। এদিন 'অভিযোগ' শুনতে সন্দেশখালির গ্রামে গ্রামে গেল তৃণমূলের দল। ভেড়ি দখল, লিজের টাকা আটকে রাখা, অত্যাচার-সহ একাধিক অভিযোগ। অভিযোগ পাচ্ছি, শীর্ষ নেতৃত্বকে জানাব, দাবি তৃণমূলের প্রতিনিধি দলের।


সন্দেশখালিকাণ্ডে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে জোড়া জনস্বার্থ মামলা ইতিমধ্যেই দায়ের হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টের নজরদারিতে সিবিআই বা সিটের তদন্ত চেয়ে মামলা হয়েছে। গতকাল সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর পাশাপাশি বিজেপির ফ্য়াক্ট ফাইন্ডিং টিমকেও সন্দেশখালিতে ঢুকতে দেয়নি পুলিশ। এরপর ফিরে এসে রাজ্য়পালের সঙ্গে দেখা করেছিলেন ওই প্রতিনিধি দলের সদস্য়রা। গতকাল পুলিশি বাধার মুখে পড়তে হয় অধীর চৌধুরীকেও। তবে এদিন তৃণমূলের প্রতিনিধি দলকে সামনে দেখতেই ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা। স্পষ্ট প্রশ্ন 'এখনও কেন ফেরার শেখ শাহজাহান, শিবু হাজরা?'  


এই আবহে তৃণমূলের ঘোষণা ৩ মার্চ লক্ষাধিক লোকের সমাবেশ হবে সন্দেশখালিতে। সভা করবেন পার্থ ভৌমিক চন্দ্রিমা ভট্টাচার্য ব্রাত্য বসু রা। তার আগে আগামীকাল গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে এবং সবার প্রস্তুতি দেখতে ন্যাজোট যাবেন দুই মন্ত্রী। প্রশ্ন হল সুকান্ত অধীর শুভেন্দু সকলেই সন্দেশখালি পৌঁছে গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে চেয়েছিল কিন্তু পারেনি। তাহলে তৃণমূলের মন্ত্রীরা কিভাবে পারছেন যেতে,? ১৪৪ কবে উঠবে জানা নেই তার মধ্যে ৩ তারিখের সভা ঘোষণা করে দিল তৃণমূল? SFI আজকেই জেলাশাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছে, যাতে কোনোভাবে তৃণমূলকে সভা করার পারমিশন না দেওয়া হয়।


আরও পড়ুন, পূরণ হল না আয়ের লক্ষ্যমাত্রা, ফের কলকাতা পুরসভার বাজেটে ঘাটতি


অপরদিকে, এখনও অবধি অশান্ত সন্দেশখালিতে পৌঁছোতে পারেনি বিরোধী শিবিরের কেউ। বিজেপি, সিপিএম, কংগ্রেস থেকে শুরু করে দিল্লি থেকে আসা বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম, পুলিশের বাধার মুখে পড়েছেন প্রত্যেকেই। তবে তেসরা মার্চ, সন্দেশখালিতে সভা করবে তৃণমূল। পরিস্থিতি খতিয়ে দেখতে, রবিবার সন্দেশখালি যাচ্ছে তৃণমূলের তিন সদস্যের প্রতিনিধি দল। সেই প্রতিনিধি দলে থাকবেন রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক, সুজিত বসু এবং তৃণমূল বিধায়ক হাজি নুরুল ইসলাম।