নয়া দিল্লি : ঋষভ পন্থ (Rishabh Pant) ও রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) লড়াকু ইনিংসের উচ্ছ্বসিত প্রশংসা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (BCCI President Sourav Ganguly )। চাপের মুখে এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টের প্রথম দিনে অনবদ্য ইনিংস খেলে ভারতকে লড়াইয়ে রেখেছেন পন্থ-জাদেজা জুটি। ১৪৬ বলে ১১১ রান করেন পন্থ, অন্যদিকে ৮৩ রানে অপরাজিত জাদেজা। ষষ্ঠ উইকেট তাঁদের ২২২ রানের পার্টনারশিপ ভারতকে অক্সিজেন জুগিয়েছে।


তাঁদের এই লড়াই প্রশংসিত হয়েছে সচিন তেন্ডুলকরের কাছে। ট্যুইটারে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মহারাজ। তিনি লিখেছেন, টেস্ট ম্যাচে অন্যতম সেরা প্রদর্শনী। চাপের মুখে ব্যাটিংয়ের প্রদর্শন। ঋষভ পন্থ, জাডেজা--এর চেয়ে ভাল কিছু সম্ভব ছিল না। ৩৭৫ তোলাই প্রাথমিক লক্ষ্য।



পন্থের ঝোড়ো ইনিংস-


শুক্রবার তিনি যখন ব্যাট করতে নামেন, ৭১ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে ভারত। একে রোহিত শর্মা, কে এল রাহুলরা নেই। তার ওপর ফিরে গিয়েছেন বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা। বল হাতে আগুন ঝরাচ্ছেন জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ম্যাথু পটসরা। ক্রিজে গিয়ে পাল্টা মারের কৌশল নেন পন্থ। আগ্রাসী ব্যাটিং যাঁর স্বভাবজাত। শেষ পর্যন্ত ১১১ বলে ১৪৬ রান করে জো রুটের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন। পন্থের ইনিংস দেখে উচ্ছ্বসিত কিংবদন্তি সচিন তেন্ডুলকরও। সচিন ট্যুইট করেছেন, 'অসাধারণ ইনিংস পন্থ। দারুণ খেলেছো'। জাডেজার ইনিংসেরও প্রশংসা করেছেন সচিন।


আরও পড়ুন ; পন্থ-জাডেজার ২২২ রানের জুটিতে স্বস্তি গুরু দ্রাবিড়ের সংসারে


এই  লড়াকু ইনিংসে ভর করে ধোনির ১৭ বছরের রেকর্ড ভেঙে দিয়েছেন পন্থ। এর আগে ২০০৫ সালে ফয়জলাবাদে পাকিস্তানের বিরুদ্ধে ৯৩ বলে সেঞ্চুরি করেছিলেন মাহি। যা কোনও ভারতীয় উইকেটকিপারের করা দ্রুততম টেস্ট সেঞ্চুরি ছিল এতদিন। কিন্তু, এজবাস্টনের ইংল্যান্ডের বিরুদ্ধে ৮৯ বলে শতরান করে ১৭ বছরের সেই রেকর্ড ভেঙে দিয়েছেন পন্থ। এই ইনিংসে ১১১ বলে ১৪৬ রানের ইনিংস খেলেন তিনি। ১৯টি চার ও ৪টি ছয় দিয়ে সাজানো ইনিংস।