নয়াদিল্লি:প্রথমে অস্ট্রেলিয়া, তারপর নিউজিল্যান্ডকে তাদের ঘরের মাঠে হারিয়ে দুই ম্যাচ বাকি থাকতেই  একদিনের সিরিজ জিতে নিয়েছে ভারত।স্বাভাবিকভাবেই টিম কোহলির মনোবল এখন তুঙ্গে। কিছুদিন পরেই ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। তার আগে ভারতকেই বিশ্ব ক্রিকেটে সবচেয়ে শক্তিশালী দল মনে করছেন বিশেষজ্ঞদের অনেকেই। তাঁদের মধ্যে রয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও।


২০০৩-এর বিশ্বকাপে সৌরভের নেতৃত্বাধীন ভারত ফাইনালে উঠেছিল। সৌরভ মনে করছেন, ভারতীয় দল একদিনের ক্রিকেটে এখন বাকি দলগুলির তুলনায় এগিয়ে, বিশ্বকাপে দলের পক্ষে যা অত্যন্ত শুভ সঙ্কেত।

ভারতীয় দলের অন্যতম সফল অধিনায়ক এক সাক্ষাত্কারে বলেছেন, বর্তমান ভারতীয় দল দুরন্ত ছন্দে রয়েছে। বিশেষ করে, ভারতের দুই ব্যাটসম্যান রোহিত শর্মা ও অধিনায়ক বিরাট কোহলি ধারাবাহিকভাবে পারফর্ম করছেন। বর্তমানে ভারতের মতো টপ অর্ডার বিশ্বের অন্য কোনও দলেরই নেই। ভারত এখন একদিনের ক্রিকেটে সবচেয়ে এগিয়ে।

সৌরভ আরও বলেছেন, ভারতের ব্যাটিং অর্ডার যথেষ্ট মজবুত এবং যে কোনও লক্ষ্য তাড়া করতে সক্ষম। চাপ কীভাবে সামলাতে হয়, তা ভারতীয় ক্রিকেটাররা খুব ভালো করে জানেন। তিনি আরও বলেছেন, দুনিয়ায় একদিনের ক্রিকেটে এখন ভারতই সেরা দল।

সৌরভ বলেছেন, স্কোরবোর্ডে ২০০ বা ২৫০ রান তুলে কোনও দল ভারতকে হারানোর কথা ভাবতেও পারে না। রান তাড়া করার ক্ষেত্রে ভারতীয় দলের অসাধারণ দক্ষতা গড়ে উঠেছে। দল চাপের মুখে থাকলে রোহিত, বিরাট, কেদার বা দোনি ছক্কা হাঁকিয়ে জবাব দেন।

সৌরভ বলেছেন, অস্ট্রেলিয়ার দুর্দান্ত পারফরম্যান্স, নিউজিল্যান্ডে দাপট-এর থেকেই স্পষ্ট যে দলের আত্মবিশ্বাস কতটা। একদিনের ক্রিকেটে ভারতের বোলিংও চমত্কার।

প্রাক্তন অধিনায়ক দুই রিস্ট স্পিনার কুলদীপ যাদব ও যজুবেন্দ্র চাহলেরও প্রশংসা করেছেন।