কলকাতা: কাঁথির দলীয় জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের মন্তব্যের তীব্র নিন্দা করল তৃণমূল। অমিতের বিরুদ্ধে মমতা সম্পর্কে ‘কুত্সামূলক’, ‘অপমানজনক’ মন্তব্যের জন্য তাঁকে মানহানির নোটিস দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য্য।
অমিত আজ দাবি করেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আঁকা ছবি কোটি কোটি টাকায় কিনেছেন চিটফান্ডের মালিকরা। চিটফান্ডের অর্থ তৃণমূলের ফান্ডে পড়ার এহেন অভিযোগে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে রাজ্যের শাসক দল। দলের নেত্রী তথা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্যের দাবি, বিজেপি সভাপতি মিথ্যাচার করে তৃণমূল নেত্রীর ভাবমূর্তিতে কালি লাগানোর চেষ্টা করছেন। তিনি বলেন, আমাদের নেত্রীর বিরুদ্ধে কীসের ভিত্তিতে ওই মন্তব্য করলেন উনি, প্রশ্ন করতে চাই। হয় তিনি মন্তব্যের সমর্থনে তথ্যপ্রমাণ দিন, নতুবা প্রকাশ্যে ক্ষমা চান। উনি তা না করলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমি বিজেপি সভাপতির বিরুদ্ধে মানহানির নোটিস জারি করেছি।