কলকাতা: বিয়ের জন্মদিন। আর এই বিশেষ দিনে বিশেষ ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় স্ত্রী ডোনাকে শুভেচ্ছা জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তাঁদের প্রেমের গল্প এখন প্রায় সবারই জানা। পাশের বাড়ির ডোনার (Dona Ganguly) সঙ্গেই প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল সৌরভের (Sourav Ganguly)। এরপর সেখান থেকেই পরিণয়। ১৯৯৬ সালে আইনি বিয়ে হয়েছিল। এমনকী বিয়ের পরের দিনই অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ খেলতে চলে যান সৌরভ।
নিজেদের প্রেমের কথা বারবার দাদাগিরি অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগীর সঙ্গে আলাপচারিতায় তুলে ধরেছেন সৌরভ। বিশেষ দিনে নিজের ও ডােনার প্রেমের সময়ের একটি ছবি পোস্ট করেন প্রাক্তন ভারত অধিনায়ক। হলুদ রঙের সালোয়ার ডোনার গায়ে। উপরে চাপানো কালো রঙের সোয়েটার। পাশে বসে থাকা সৌরভের গায়ে কালো ফুল হাতা সোয়েটার। বিয়ের ঠিক আগে আগের ছবি বলেই মনে করা হচ্ছে। ছবির ক্যাপশনে সৌরভ লিখেছেন, ''জীবনের ওঠা-নামায় আমি তোমাকে পিছনে ঢাল হিসেবে পেয়েছি। বিবাহবার্ষিকীর শুভেচ্ছা ডোনা।''
কিছুদিন আগেই দাদাগিরির একটি এপিশোডে দেখা গিয়েছে যে সুলগ্ন বন্দ্যোপাধ্যায় বলে এক মহিলা সরাসরি বিয়ের প্রস্তাব দেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে। দেখা যায় যে সৌরভকে দুটো রংয়ের গোলাপ হাতে তুলে দেন সুলগ্না। একটি লাল গোলাপ ও একটি হলুদ গোলাপ। এই হলুদ গোলাপকে বন্ধুত্বের প্রতীক হিসেবে ভাবা হয় ও লাল গোলাপকে ভালবাসার।
চলতি ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে ভারতীয় দলের দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে কিছুদিন আগেই মুখ খুলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জানিয়েছিলেন যে, ভারতের মাটিতে ভারতকে হারানো সত্যিই খুব কঠিন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৌরভ জানিয়েছিলেন, ''বাজ়বল বাজ়বলের মতোই খেলেছে। তবে এখান থেকে ইংল্যান্ডের পক্ষে সিরিজে ঘুরে দাঁড়ানোটা কঠিন। ভারতে এসে ভারতকে হারানো কঠিন।''
দলের সিনিয়র প্লেয়াররা না থাকলেও যেভাবে দাপটের সঙ্গে ভারতীয় দল দুটো টেস্টে পারফর্ম করেছে, তার প্রশংসা করেছেন সৌরভ। তিনি বলেন, ''ভারতের এই জয় ভীষণই কৃতিত্বের। অনেক ক্রিকেটার নেই। দলে চোট আঘাতের সমস্যা রয়েছে। তারপরেও দাপট দেখিয়ে জিতেছে। তবে এখনও দুটি টেস্ট ম্যাচ বাকি রয়েছে,'' তিনি আরও বলছেন সৌরভ। যোগ করছেন, ''ভারতীয় দলটা তো তরুণদের নিয়েই তৈরি। কোহলি নেই, শামি নেই, রাহুল নেই। এতজনের চোট আঘাত বা না থাকার পর নতুন মুখদের ওপর ভরসা করতে হবে।''