মুম্বই: বিরাট কোহলির (virat kohli) ক্যাপ্টেন্সি বিতর্কে এবার মুখ খুললেন দিলীপ বেঙ্গসরকার। রোহিত শর্মাকে (rohit sharma) সীমিত ওভারের ফর্ম্যাটে নেতৃত্ব দেওয়ার পর থেকেই বিতর্ক মাথাচাড়া দিয়ে ওঠে। বিরাটের (virat kohli) সাংবাদিক সম্মেলনে বোর্ডের বিরুদ্ধে মুখ খোলায় জল আরও ঘোলা হয়েছে। এবার সেই ইস্যুতেই মুখ খুললেন নির্বাচক মণ্ডলীর প্রাক্তন প্রধান। বিরাট নয়. বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কেই নিশানা করেছেন বেঙ্গসরকার (Dilip Vengsarkar)। 


এক সাক্ষাৎকারে দিলীপ বেঙ্গসরকার বলেন, 'বিষয়টা খুবই স্পর্শকাতর। কোহলির থেকে একদিনের ক্রিকেটে অধিনায়কত্ব কেড়ে নেওয়া খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। বিসিসিআইয়ের আরও পেশাদার হওয়া উচিত ছিল। আমার মতে সৌরভ গঙ্গােপাধ্যায়ের এই বিষয়ে নাক গলানো উচিত হয়নি। বোর্ডের সভাপতি হিসেবে ওর এই বিষয়ে কথা বলার অধিকার নেই। দল নির্বাচন এবং অধিনায়কের বিষয় নিয়ে নির্বাচক কমিটির চেয়ারম্যান চেতন শর্মার কথা বলা উচিত ছিল।' তিনি আরও বলেন, ''সৌরভ এই বিষয়ে আগেই জানিয়েছিল। বিরাট সেদিন নিজের স্বপক্ষে যুক্তি রেখেছে। তবে এই বিষয়ে কথা বলার এক্তিয়ার নেই বোর্ড সভাপতির। বোর্ডের বোঝা উচিত যে সময় বদলে গিয়েছে। কোহলির মতো ক্রিকেটারকে আরও সম্মান জানানো উচিত ছিল।'' বিরাটের অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করেননি সৌরভ। বিষয়টা ঠেলে দিয়েছেন বোর্ডের কোর্টে। কোহলিকে জবাব দেওয়ার জন্য সঠিক সময়ের অপেক্ষা করছে বোর্ড।


কোচ দ্রাবিড়ের সামনেই ব্যাটসম্যান দ্রাবিড়ের রেকর্ড ভাঙার হাতছানি বিরাটের (virat kohli) সামনে। দক্ষিণ আফ্রিকার (south africa) মাটিতে ২২ ইনিংসে টেস্টে মোট ৬২৪ রান করেছেন দ্রাবিড় (dravid)। সেখানে বিরাটের ঝুলিতে এখনও পর্যন্ত মাত্র ১০ ইনিংসে সংগ্রহ ৫৫৮ রান। আসন্ন সিরিজে ৩টি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাবেন বিরাট দ্রাবিড়কে টেক্কা দেওয়ার জন্য। রাহুল তাঁর কেরিয়ারে টেস্টে দক্ষিণ আফ্রিকায় ১টি শতরান ও ২টো অর্ধশতরান হাঁকিয়েছেন। অন্যদিকে বিরাটের ঝুলিতে ম্যান্ডেলার দেশে রয়েছে ২ট সেঞ্চুরি ও ২টো হাফ সেঞ্চুরি। 


দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছেন সচিন তেন্ডুলকর। ১৫ ম্যাচে মোট ১১৬১ রান করেছেন তিনি। গড় ৪৬.৪৪। তালিকায় দ্বিতীয় স্থানে রাহুল দ্রাবিড় ও তৃতীয় স্থানে রয়েছেন আরেক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। ১৮ ইনিংসে তাঁর ঝুলিতে রয়েছে ৫৫৬ রান।