রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: বেলাগাম করোনা সংক্রমণ। বারুইপুর পৌর এলাকাতেই করোনা আক্রান্তের সংখ্যা এবার সেঞ্চুরি পার করল। বারুইপুর পৌর এলাকায় এখন সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১১। শুধুমাত্র ওই এলাকাতেই গত ৪৮ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৯ জন। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আগামী বৃহস্পতিবার ও শুক্রবার অর্থাৎ আগামী ১৩ ও ১৪ জানুযারি, এই দু'দিন বারুইপুর পৌর এলাকার সমস্ত বাজার, দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। আজ থেকেই বারুইপুর থানার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় শুরু করা হবে মাইকে সচেতনতার প্রচার।
অন্যদিকে করোনা (Coronavirus) সংক্রমণে রাশ টানতে একাধিক জেলায় একের পর এক মাইক্রো কনটেনমেন্ট জোন (Micro Containment Zone) ঘোষণা করছে জেলা প্রশাসন। করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে পশ্চিম মেদিনীপুর (West Midnapore) জেলা প্রশাসন মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করার পর আজ সকাল থেকে সেই সমস্ত এলাকায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিছু ফ্লেক্স লাগানো হয়। যে সকল ব্যক্তিদের বাড়ির গেটে এই ফ্লেক্স লাগানো হয়েছে তাঁরা যাতে কেউ বাইরে না বের হন সেই নিয়ে সচেতন করা হয়।
যেসকল বাড়ির মানুষদের আপাতত বাইরে বেরনো বন্ধ তাঁদের সবরকম সহায়তা করছে পুলিশ। তাঁদের সমস্ত রকম প্রয়োজনের জন্য একটি মোবাইল নম্বর পুলিশের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে। ওই নম্বরে ফোন করে সমস্যা কথা জানাতে হবে । আজ সকালে রবীন্দ্রনগর এলাকায় মাইক্রো কনটেনমেন্ট লেখা ফ্লেক্স লাগানো হয়েছে বেলদা থানা পক্ষ থেকে। ৭ দিন ওই এলাকা কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত থাকবে। সবং বাজার এলাকার একটি জায়গাকে মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। করোনা সংক্রমণ যাতে ছড়াতে না পারে তার জন্য পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন বেলদা, সবং ও ডেবরায় তিনটি মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করেছে।