করাচি: বিরাট কোহলিকে জাতীয় দলের ওয়ান ডে ফর্ম্যাটে নেতৃত্ব থেকে সরানোয় সমালোচনার মুখে পড়তে হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (sourav ganguly)। বিসিসিআই (bcci) সভাপতিকে নিশানা করে সোশ্যাল মিডিয়াতে ''শেম অন বিসিসিআই'' ট্রেন্ডও হয়েছে। কিন্তু এবার সৌরভের (sourav ganguly) সিদ্ধান্তের সমর্থনে মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন উইকেট কিপার কামরান আকমল (kamran akmal)।
নিজের ইউটিউব চ্যানেলে এই বিষয়ে কথা বলতে গিয়ে কামরান আকমল বলেন, ''এটা বেশি ভাল হত যে বিরাট যদি নিজে থেকে ওয়ান ডে নেতৃত্ব ছেড়ে দিত। ও একজন বড় মাপের প্লেয়ার। আন্তর্জাতিক ক্রিকেটে ৭০টি শতরান রয়েছে। ধোনির পর বিরাটই জাতীয় দলকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছে। টানা ৪-৫ বছর ধরে ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করে চলেছে। সেই দৃষ্টান্ত তৈরি করেছে। অধিনায়কত্ব সামলেও বিশ্বের ১ নম্বর তারকা হয়েছে। রোহিত শর্মার প্রতিও একই চাহিদা থাকবে ভারতীয় দলের।''
সৌরভ গঙ্গােপাধ্যায়ের সমর্থনে মুখ খুলে প্রাক্তন পাক তারকা আরও বলেন, ''ওয়ান ডেতে দারুণ কেরিয়ার বিরাটের। কিন্তু দুর্ভাগ্যবশত এখনও পর্যন্ত কোনও আইসিসি ট্রফি জিততে পারেনি ওঁ। তার জন্যই বিরাটকে নেতৃত্ব থেকে সরানো হয়েছে ওয়ান ডে থেকে, এমনই আমার মনে হয়। সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিসিসিআই ভারতীয় ক্রিকেটের উন্নতির স্বার্থেই এমনটা করেছে নিঃসন্দেহে। বিসিসিআই সভাপতি নিজেও তাঁর কেরিয়ারে দুর্দান্ত অধিনায়ক ছিলেন। প্রচুর ক্রিকেট খেলেছেন। বেশ ভালই বোঝেন এই বিষয়গুলো। তবে আমি জানি রোহিতকে নেতৃত্ব দেওয়া নিয়ে বিতর্ক চলতেই থাকবে।''
উল্লেখ্য, সাদা বলের ফর্ম্যাটে ভারতীয় দলে দু’জন আলাদা অধিনায়ক রাখতে রাজি হননি নির্বাচকরা। কারণ, তার ফলে সমস্যা হতে পারত। সেই কারণেই বিরাট কোহলিকে ভারতের একদিনের দলের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আজ এমনই জানালেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
সৌরভ জানিয়েছেন, ‘আমরা বিরাটকে টি-২০ দলের অধিনায়কের পদ থেকে সরে না যাওয়ার অনুরোধ করেছিলাম। কিন্তু ও অধিনায়ক থাকতে চায়নি। তারপর নির্বাচকরা ঠিক করেন, সাদা বলের দুই ফর্ম্যাটে দু’জন অধিনায়ক রাখা ঠিক হবে না। আমি ব্যক্তিগতভাবে বিরাটের সঙ্গে কথা বলেছি। দল নির্বাচন কমিটির চেয়ারম্যানও বিরাটের সঙ্গে কথা বলেছেন।’