কলকাতা: বুধবার, ৮ জুলাই ৪৮তম জন্মদিন পালন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। করোনা আবহে কোনও সেলিব্রেশন হয়নি। বাড়িতে, পরে অফিসে কেক কেটে ছোট করেই উদযাপন করলেন দিনটি। শুভেচ্ছাবার্তার জোয়ারে ভাসলেন। সচিন তেন্ডুলকর থেকে বিরাট কোহলি, মহম্মদ কাইফ থেকে ভিভিএস লক্ষ্মণ, ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন সৌরভকে।




সৌরভের জন্মদিনে সচিনের ট্যুইট, ‘‘শুভ জন্মদিন দাদি! আশা করি আমাদের অফ-ফিল্ড পার্টনারশিপ আরও শক্তিশালী হয়ে উঠবে আমাদের অন-ফিল্ড পার্টনারশিপ যেমন ছিল। এই বছরটা তোমার ভাল কাটুক সেই শুভেচ্ছা রইল।''









বিরাট কোহলির ট্যুইট, ‘শুভ জন্মদিন দাদা। ঈশ্বর তোমাকে ভাল রাখুন।’ ভিভিএস লক্ষ্মণ তাঁর ট্যুইটার হ্যান্ডলে লেখেন, ‘‘দিনটি বার বার ফিরে আসুক সৌরভ। তুমি আরও সাফল্য পাও এবং আরও অনেক অনেক ভালবাসা পাও। দারুণ কাটাও দিন এবং এই বছরটিও ভাল কাটুক।'' প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান মহম্মদ কাইফ সৌরভকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘‘একজন দারুণ ব্যাটসম্যান‌ থেকে একজন অসাধারণ অধিনায়ক এবং এখন ভারতীয় ক্রিকেটের সব দিক থেকে নেতা। আমার প্রিয় অধিনায়ক এবং মেন্টর সৌরভকে শুভ জন্মদিন।''



যুবরাজ সিংহ ট্যুইটারে লিখেছেন, 'ভারতীয় ক্রিকেটের তর্কাতীত দাদাকে জন্মদিনের শুভেচ্ছা। সব সময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছো। দেখিয়েছো প্রকৃত নেতা মানে কী। তোমার থেকে অনেক কিছু শিখেছি। তুমি আমার কাছে যা, আমিও অন্যদের কাছে সেটাই হতে চাই। আজীবন আমাদের অধিনায়ক।'



সুরেশ রায়নার ট্যুইট, ‘‘শুভ জন্মদিন দাদা। ভারতীয় ক্রিকেটে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলে। একজন প্লেয়ার ও একজন অধিনায়ক হিসেবে তোমার অবদান পরবর্তী প্রজন্মও শ্রদ্ধা করবে! অসাধারণ বছর কাটুক।'' ব্রায়ান লারা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘হ্যাপি বার্থ ডে দাদা। দারুণ নেতা। এই দিনটা বারবার আসুক।’