এদিন খেলা শুরু হওয়ার আগে রোজ বোলে এক আবেগনঘন পরিবেশ দেখা যায়। প্রথম বল হওয়ার আগে ২০ সেকেন্ড মাটিতে এক হাঁটু গেড়ে বসে মার্কিন যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশের অত্যাচারে নিহত কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের প্রতি শ্রদ্ধা জানান দু’দলের ক্রিকেটার ও আম্পায়াররা। তাঁরা এভাবেই কৃষ্ণাঙ্গদের উপর অত্যাচার বন্ধের দাবিতে আন্দোলনের প্রতি সমর্থন জানান। ক্রিকেটার ও আম্পায়াররা কালো ব্যান্ড পরে মাঠে নামেন। ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস জানিয়েছেন, ‘ইংল্যান্ড দলের হয়ে আমরা ভাল কিছু করার সুযোগ পেয়েছি। আমরা এভাবেই ওয়েস্ট ইন্ডিজের প্রতি সমর্থন জানাচ্ছি।’
আজ খেলার ফাঁকেই মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণবৈষম্য নিয়ে সরব হন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী পেসার মাইকেল হোল্ডিং। তিনি একটি ঘটনার কথা উল্লেখ করে বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল পার্কে এক পুলিশকর্মীকে কালো মানুষ বলে সম্বোধন করেন এক শ্বেতাঙ্গ মহিলা। কারণ, ওই মহিলাকে নিয়ম মেনে পোষ্য সারমেয়কে বাইরে রেখে পার্কে ঢুকতে বলেছিলেন ওই পুলিশকর্মী। যদি তাঁকে সমাজ শুধু শ্বেতাঙ্গ হওয়ার জন্যই এক পুলিশকর্মীকে কালো বলার ক্ষমতা না দিত, তাহলে ওই মহিলার পক্ষে এই কাজ করা সম্ভব হত না।’ জর্জ ফ্লয়েডের কথাও উল্লেখ করেন হোল্ডিং।