কলকাতা: আজ ৪৮তম জন্মদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের। বছরভর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন সৌরভ ভক্তরা। এই বছর করোনা ভাইরাস অতিমারীর কারণে আড়ম্বর কিছুটা কম। কিন্তু তারপরেও 'দাদা'-র ভক্তরা পালন করছেন বিশেষ এই দিনটি। রাত ১২টার পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন প্রিন্স অফ ক্যালকাটা।



সৌরভকে শুভেচ্ছা জানিয়েছেন টলিউডের তারকারা। অভিনেতা আবির চট্টোপাধ্যায় সৌরভের সঙ্গে তাঁর ছবি ট্যুইট করে লিখেছেন, ‘আমাদের মতো অনেকের কাছে তুমি অনুপ্রেরণা। তোমার দাদাগিরি চলতেই থাকুক। সত্যি মহারাজ হতে কী লাগে সেটা দেখানোর জন্য ধন্যবাদ। অনেক শ্রদ্ধা আর ভালবাসা’।



অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী সৌরভের সঙ্গে নিজের ছবি ইনস্টাগ্রামে দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। আরেক অভিনেত্রী সাংসদ নুসরত জাহান ট্যুইট করেছেন, ‘আমাদের প্রিয় দাদা, প্রিন্স অফ ক্যালকাটা, দেশের গর্বকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। সুস্থ থাকো। আনন্দে থাকো।’



অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের ট্যুইট, ‘সবচেয়ে কুল মহারাজকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। আরও উজ্জ্বল হয়ে থাকো হ্যান্ডসাম। সেলফিটার জন্য ধন্যবাদ। অনেক ভালবাসা আর শুভেচ্ছা রইল।’