কলকাতা: ডিএ মামলায় ধাক্কা রাজ্য সরকারের। রিভিউ পিটিশন খারিজ করে দিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (স্যাট)। আগের রায়ে বলা হয়েছিল, ‘রাজ্যকে ডিএ দিতে হবে কর্মচারীদের।’ সেই নির্দেশই রইল বহাল। ৬ মাসের মধ্যে বকেয়া মেটানোর নির্দেশ।
এর আগে ২০১৭ সালের ফেব্রুরাতি স্যাট বলেছিল, ‘ডিএ দয়ার দান।’ সেই রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কনফেডারেশন অফ স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ সহ কয়েকটি সংগঠন। হাইকোর্ট বলে, ‘ডিএ রাজ্য সরকারী কর্মীদের প্রাপ্য।’ এরপর গত বছরের জুলাইয়ে স্যাট রায় দেয়, রাজ্য সরকারকে কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। সেই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করে রাজ্য সরকার। আজ সেই রিভিউ পিটিশন খারিজ করে দিল স্যাট।
রিভিউ পিটিশন খারিজ, ডিএ মামলায় স্যাটে ধাক্কা রাজ্যের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Jul 2020 04:21 PM (IST)
‘রাজ্যকে ডিএ দিতে হবে কর্মচারীদের,’ আগেই জানিয়েছিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল। সেই নির্দেশই রইল বহাল।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -