Sourav Ganguly Health: দেবী শেঠি ও অশ্বিন মেহতার উপস্থিতিতে বসল আরও দুটি স্টেন্ট, সৌরভকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। রাতে তাঁর ভাল ঘুমও হয়েছে। তাঁকে দেখতে হাসপাতালে এলেন হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। আজ সৌরভের অ্যাঞ্জিওগ্রাম করা হবে। অ্যাপোলো হাসপাতাল সূত্রে খবর, আজই ২টি স্টেন্ট বসানো হচ্ছে। দেবী শেঠির পাশাপাশি, সৌরভের পরিবারের সিদ্ধান্তে মুম্বই থেকেও আসছেন যশলোক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিত্‍সক অশ্বিন মেহতা।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 28 Jan 2021 07:05 PM
অ্যাপোলোয় বসানো হল সৌরভের আরও ২টি স্টেন্ট।
দেবী শেঠি, অশ্বিন মেহতার উপস্থিতিতে বসল স্টেন্ট।
স্টেন্ট বসানোর পর সৌরভকে রাখা হয়েছে পর্যবেক্ষণে।
সৌরভকে দেখতে অ্যাপোলো হাসপাতালে মুখ্যমন্ত্রী।

প্রেক্ষাপট

কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল।  রাতে তাঁর ভাল ঘুমও হয়েছে।  তাঁকে দেখতে হাসপাতালে এলেন হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। আজ সৌরভের অ্যাঞ্জিওগ্রাম করা হবে।  অ্যাপোলো হাসপাতাল সূত্রে খবর, আজই ২টি স্টেন্ট বসানো হচ্ছে।  দেবী শেঠির পাশাপাশি, সৌরভের পরিবারের সিদ্ধান্তে মুম্বই থেকেও আসছেন যশলোক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিত্‍সক অশ্বিন মেহতা।  সকালে তাঁকে দেখতে আসেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্য।  গতকাল দুপুরে বুকে ব্যাথা অনুভব করায় বিসিসিআই সভাপতিকে ই এম বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।  গত ৭ জানুয়ারি তিনি উডল্যান্ডস হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন।  আগেরবার উডল্যান্ডসে একটি স্টেন্ট বসানো হয়েছে।

গত ২ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর তিনটি ধমনীতেই ব্লকেজ ধরা পড়ে। ডান দিকের ধমনীতে প্রায় ৯০ শতাংশ ব্লকেজ ছিল। সেখানে স্টেন্ট বসানো হয়। বাকি দু’টি ধমনীতে ব্লকেজ প্রায় ৭০ শতাংশ। গত ৭ জানুয়ারি উডল্যান্ডস থেকে বাড়ি ফেরেন সৌরভ। গতকাল ফের অসুস্থতা অনুভব করেন তিনি। অ্যাপোলো হাসপাতাল সূত্রের খবর, সৌরভের ইকো কার্ডিওগ্রাম ও ইসিজিতে কয়েকটি সমস্যা ধরা পড়েছে।  অ্যাপোলো হাসপাতালে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.