দুবাই: একেবারে 'বাপি বাড়ি যা'..সিএবি, বিসিসিআইয়ের পর এবার আইসিসিতে সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিকেট প্রশাসক তাঁর দক্ষতার পরিচয় বারবার সামনে এসেছে। ক্রিকেটার হিসেবে, অধিনায়ক হিসেবে কেরিয়ারে বারবার সব বাধা অতিক্রম করেছেন। ক্রিকেট ছাড়ার পর সিএবির সভাপতির দায়িত্ব সামলেছেন। এখন বিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন। এবার আইসিসির পুরুষদের ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে বেছে নেওয়া হল সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে। 


প্রাক্তন ভারত অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ অনিল কুম্বলে এই দায়িত্ব এতদিন সামলাচ্ছিলেন। ক্লাইভ লয়েডের জায়গায় চেয়ারম্যান হিসাবে এসেছিলেন কুম্বলে ২০১২ সালে। এর পর ২০১৬ সালে পুনর্নিয়োগ করা হয় প্রাক্তন স্পিনারকে। তৃতীয় তথা শেষবার তিন বছরের মেয়াদে কুম্বলে নির্বাচিত হন ২০১৯ সালে। কিন্তু তিন বছরের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তাঁর। সেই পদেই এবার বসতে চলেছেন সৌরভ। 


আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে এই বিষয়ে এক বিবৃতিতে জানিয়েছেন, "সৌরভ গঙ্গোপাধ্যায়কে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ক্রিকেটার হিসাবে ও ক্রিকেটের প্রশাসক হিসাবে সৌরভের অনেক বেশি গুণ রয়েছে। একই সঙ্গে অভিজ্ঞতা অনেক বেশি। আমাদের ক্রিকেটকে অন্য পর্যায়ে পৌঁছানোর জন্য সাহায্য করতে পারবেন সৌরভ। আমি অনিল কুম্বলেকেও অনেক ধন্যবাদ দিতে চাই। এত বছর ধরে দারুণ কাজ করার জন্য।''


ভারতীয় ক্রিকেটে এখন ফ্যাভ ফাইভের তিনজনই গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। সৌরভ নিজে বিসিসিআই সভাপতি হিসেবে কাজ করছেন। অন্যদিকে সদ্য টিম ইন্ডিয়ার কোচ নির্বাচিত হয়েছেন রাহুল দ্রাবিড়। ভিভিএস লক্ষ্মণ ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের দায়িত্ব নিতে চলেছেন কিছুদিনের মধ্যেই। এরই মধ্যে এই খবরে স্বাভাবিকভাবেই খুশি হবে সৌরভ প্রেমীরা। শুভেচ্ছাবার্তায় জাননিয়েছেন মনোজ তিওয়ারি সহ অনেকেই।






এর আগে বিভিন্ন সময়ে সৌরভ বলেছিলেন যে তাঁর লক্ষ্য আইসিসি। দক্ষ প্রশাসক হিসেবে সুপরিচিতি পাওয়া প্রাক্তন ভারত অধিনায়ক এবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার দরজায় পা রাখলেন। আইসিসি সভাপতি হিসেবেও কি দেখা যাবে সৌরভকে? উত্তর হয়ত সময়ই দেবে।


আরও পড়ুন: দেশকে বিশ্বকাপ জিতিয়েও অ্যাশেজে ব্রাত্য মিচেল মার্শ, অজি দলে খোয়াজা