সিডনি: সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন দলকে। ফাইনালে ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছিলেন। কিন্তু অস্ট্রেলিয়াকে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো নায়ক মিচেল মার্শ অ্যাশেজের স্কোয়াডে জায়গা পেলেন না। তবে দীর্ঘদিন পরে অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে ঢুকে পড়লেন উসমান খোয়াজা ও ট্রাভিস হেড।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম করেছিলেন মার্শ। ৫০ বলে অফরাজিত ৭৭ রানের মারকাটির ইনিংস। ৬টি বাউন্ডারি ও ৪টি ছক্কা দিয়ে সাজানো ইনিংস। প্রথমে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ও পরে ম্যাক্সওয়েলের সঙ্গে জুটি বেঁধে দলকে প্রথমবার কুড়ির ফর্ম্যাটে বিশ্বজয়ের স্বাদ পাইয়ে দিয়েছিলেন তারকা অজি অলরাউন্ডার। কিন্তু অ্যাশেজের স্কোয়াডে জায়গা পেলেন না। অন্য়দিকে ২০১৯ সালে অ্যাশেজের পর থেকেই জাতীয় দলের বাইরে থাকা খোয়াজাকে ফের ফিরিয়ে আনা হল অস্ট্রেলিয়া টেস্ট স্কোয়াডে। শেফিল্ড শিল্ডের ম্যাচে গত মাসে টানা ২ টো শতরান করার পুরস্কার স্বরূপ ফের জাতীয় দলে ডাক পেলেন খোয়াজা। দেশের হয়ে এখনও পর্যন্ত ৪৪টি টেস্ট খেলেছেন তিনি।
সীমিত ওভারের ফর্ম্যাটে অজি দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ সদ্য প্রথম অজি অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে বিশ্বজয় করেছেন। কিন্তু তাঁরও জায়গা হয়নি টেস্ট স্কোয়াডে। তরুণ প্লেয়ার উইল পুকোভস্কিরও জায়গা হয়নি স্কোয়াডে। সেক্ষেত্রে ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নারের সঙ্গে মার্কাস হ্যারিস নামবেন। বােলিং লাইন আপে যদি পেস ত্রয়ী স্টার্ক, কামিন্স ও হ্যাজেলউড প্রত্যেকেই স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। অ্যাশেজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ৮ ডিসেম্বর থেকে ব্রিসবেনে। এরপর অ্যাডিলেডে ১৬ ডিসেম্বর থেকে শুরু গোলাপি বলের টেস্ট। চলতি বছরের শুরুতে ভারতের বিরুদ্ধে ঘরের মাটিতে টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে হারতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। এরপর এই প্রথমবার ঘরের মাটিতে টেস্ট খেলতে নামছে অজি বাহিনী।
অস্ট্রেলিয়া স্কোয়াড: টিম পেইন (অধিনায়ক), প্যাট কামিন্স, ক্যামেরন গ্রিন, মার্কাশ হ্যারিস, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, উসমান খোয়াজা, মার্নাস লাবুশ্যেন, নাথান লিঁয়, মাইকেল নাসের, জাই রিচার্ডসন মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার