রাঁচি: সিরিজের প্রথম দু’টি টেস্ট সহজেই জিতে নেওয়ার পর এবার তৃতীয় ম্যাচেও দক্ষিণ আফ্রিকাকে কোণঠাসা করে দিল ভারতীয় দল। প্রথম ইনিংসে ভারতের ৯ উইকেটে ৪৯৭ রানের জবাবে ১৬২ রানে অলআউট হয়ে যাওয়ার পর তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৮ উইকেটে ১৩২। প্রথম ইনিংসে ভারত ৩৩৫ রানে এগিয়েছিল। ভারতের অধিনায়ক বিরাট কোহলি ফলো-অন করানোর সিদ্ধান্ত নেন। ম্যাচ বাঁচানোর লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই কুইন্টন ডি কক (৫), জুবেইর হামজা (০), ফাফ দু প্লেসি (৪) ও টেম্বা বাভুমার (০) উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা। চা-পানের বিরতিতে দক্ষিণ আফ্রিকার রান ছিল ৪ উইকেটে ২৬। দিনের শেষে ভারতীয় দল ২০৩ রানে এগিয়ে। তৃতীয় দিনেই ম্যাচ জয়ের মুখে ভারত।
গতকাল দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার রান ছিল ২ উইকেটে ৯। আজ শুরুতেই ফিরে যান অধিনায়ক দু প্লেসি (১)। এরপর কিছুটা লড়াই করেন হামজা (৬২) ও টেম্বা বাভুমা (৩২)। জর্জ লিন্ডেও (৩৭) লড়াই করেন। তবে বাকি ব্যাটসম্যানরা তাঁদের সঙ্গে দিতে পারেননি। ভারতের হয়ে উমেশ যাদব ৪০ রান দিতে ৩ উইকেট নেন। মহম্মদ শামি, রবীন্দ্র জাডেজা ও শাহবাজ নাদিম দু’টি করে উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত শামি তিনটি এবং উমেশ দু’টি উইকেট নিয়েছেন। রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা একটি করে উইকেট নিয়েছেন। দিনের শেষে ক্রিজে টিউনিস ডে ব্রুইন (৩০) ও অ্যানরিখ নর্তে (৫)। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার হয়ে কিছুটা লড়াই করেছেন জর্জ লিন্ডে (২৭) ও ডেন পিট (২৩)। উমেশের বাউন্সারে মাথায় চোট পেয়ে মাঠ ছাড়েন ডিন এলগার (১৬)।
তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা ১৩২/৮, হোয়াইটওয়াশ থেকে ২ উইকেট দূরে ভারত
Web Desk, ABP Ananda
Updated at:
21 Oct 2019 01:44 PM (IST)
দিনের শেষে ভারতীয় দল ২০৩ রানে এগিয়ে। তৃতীয় দিনেই ম্যাচ জয়ের মুখে ভারত।
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -