রাঁচি: টেস্টে ওপেনার হিসেবে খেলার সুযোগ পাওয়ার পর থেকেই দুর্দান্ত ফর্মে রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে তিনি রানের পাহাড়ে। রাঁচিতে চলতি টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে তিনি ২১২ রান করেছেন। এই ইনিংসের পর সাংবাদিকদের খোঁচা দিয়ে ভারতের তারকা ব্যাটসম্যান বলেছেন, ‘আমি ভেবে নিয়েছিলাম, টপ অর্ডারে ব্যাট করার সুযোগ পাওয়া আমার পক্ষে ভাল। আমি যখনই সুযোগ পাব রান করতে হবে। না হলে অনেককিছু হবে। আপনারা (সাংবাদিক) আমার সম্পর্কে অনেককিছু লেখেন। এবার আপনাদের ভাল কথা লিখতে হবে।’
ঘরের মাঠে টেস্টে রোহিতের গড় ৯৯.৮৪। অস্ট্রেলিয়ার কিংবদন্তী ডন ব্র্যাডম্যানকেও ছাপিয়ে গিয়েছেন তিনি। ঘরের মাঠে টেস্টে ব্র্যাডম্যানের গড় ছিল ৯৮.২২। এখনও পর্যন্ত মোট ৩০টি টেস্ট ম্যাচ খেলে ২,১১৪ রান করেছেন রোহিত। তাঁর শতরানের সংখ্যা ৬। তিনি যেভাবে খেলছেন, তাতে ভবিষ্যতে আরও অনেক রেকর্ডই ভেঙে দেওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।