নয়াদিল্লি: ভারত সফরে আসার আগে দর্শকদের বিষয়ে দলের তরুণ ক্রিকেটারদের সতর্ক করে দিলেন দক্ষিণ আফ্রিকার টিম ডিরেক্টর এনোখ এনকেউই। তিনি বলেছেন, ‘ভারতীয়রা মাঠে এসে দলকে সমর্থন করতে পিছপা হন না। আমি ব্যক্তিগতভাবে অনেক ক্রিকেটারের সঙ্গে কথা বলেছি এবং তাঁদের বিষয়টি বুঝিয়েছি। দর্শকদের চিৎকারে কান দিলে চলবে না। মাঠের বাইরে কী হচ্ছে সেদিকে না তাকিয়ে খেলায় মন দিতে হবে। তাহলেই সাফল্য পাওয়া যাবে।’
দক্ষিণ আফ্রিকার টিম ডিরেক্টর আরও বলেছেন, ‘সৌভাগ্যবশত অনেক ক্রিকেটারই আইপিএল-এ খেলছে। ওরা বিভিন্ন পর্যায়ে বিশ্বকাপ খেলেছে। এই দলের অনেকেই ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকা এ দলের হয়ে ত্রিদেশীয় সিরিজে খেলেছিল। ফলে আশা করি সমস্যা হবে না। ভারতের মাটিতে ভারতীয় দলের বিরুদ্ধে খেলা সবসময় উত্তেজক। এটি একজন ক্রিকেটার ও কোচের কাছে পরীক্ষা। আমাদের দলের কয়েকজন এবারই ভারতে শেষ টেস্ট ম্যাচ খেলবে। ওরা দলকে জেতানোর জন্য মরিয়া। আশা করি ওরা তরুণদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নেবে।’
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
ভারত সফরে দর্শকদের চিৎকারে কান দিলে চলবে না, ক্রিকেটারদের সতর্কবার্তা দক্ষিণ আফ্রিকার টিম ডিরেক্টরের
Web Desk, ABP Ananda
Updated at:
05 Sep 2019 12:41 PM (IST)
দক্ষিণ আফ্রিকার টিম ডিরেক্টর আরও বলেছেন, ভারতের মাটিতে ভারতীয় দলের বিরুদ্ধে খেলা সবসময় উত্তেজক।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -