পচেস্টর্ম: করোনাভাইরাস ঘিরে আতঙ্কের মধ্যে ভারত সফরে আসছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল। তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কার পরিপ্রেক্ষিতে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা আসন্ন ভারত সফরে আনুষ্ঠানিক করমর্দন এড়াতে পারে বলে জানালেন দলের কোচ মার্ক বাউচার।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকা গত ৬ মার্চ জানিয়েছে যে, করোনাভাইরাস নিয়ে উদ্বেক সত্ত্বেও ভারত সফর বাতিল হচ্ছে না।
বাউচার বলেছেন, হাত মেলানোর মতো কয়েকটি বিষয়ে সাবধানতা নিতে হবে। এক্ষেত্রে তাঁরা ইংল্যান্ডের ক্রিকেটারদের পথ অনুসরণ করবেন।
এর আগে ইংল্যান্ডের অধিনায়ক জো রুট জানিয়েছেন যে, শ্রীলঙ্কা সফরের সময় তাঁদের দলের খেলোয়াড়রা করমর্দন এড়িয়ে চলবেন।
বাউচার বলেছেন, আশেপাশে যা ঘটছে, তার থেকে খেলোয়াড়দের দূরে রাখাই এর উদ্দেশ্য।
উল্লেখ্য, কনভিড ১৯-এর প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে বিশ্বের বিভিন্ন জায়গায় একাধিক ক্রীড়া টুর্নামেন্ট বাতিল বা স্থগিত হয়ে গিয়েছে।
আসন্ন সিরিজে ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম একদিনের ম্যাচ ১২ মার্চ ধর্মশালায়। দ্বিতীয় ম্যাত ১৫ মার্চ লখনউ এবং তৃতীয় ম্যাচ ১৮ মার্চ কলকাতায়।