প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ২০৬ রানে হারাল দক্ষিণ আফ্রিকা
Web Desk, ABP Ananda | 30 Dec 2016 06:52 PM (IST)
পোর্ট এলিজাবেথ: সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে সহজেই ২০৬ রানে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকা। ম্যাচের পঞ্চম দিনে মাত্র ১৪ ওভারেই শ্রীলঙ্কার শেষ পাঁচ উইকেট তুলে নিলেন দক্ষিণ আফ্রিকার বোলাররা। এদিন মাত্র ৪১ রান করতে পারলেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। ফলে সহজ জয় পেল দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ২৮৬ রান করে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হয় ২০৫ রানে। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৪০৬ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয় দক্ষিণ আফ্রিকা। স্টিফেন কুক ১১৭ রান করেন। জয়ের জন্য ৪৮৮ রান দরকার ছিল শ্রীলঙ্কার। কিন্তু ২৮১ রানেই শেষ হয়ে যায় অ্যাঞ্জেলো ম্যাথুজের দলের দ্বিতীয় ইনিংস।