পাল্লেকেলে: আগামী বছরের শুরুতেই পূর্ণাঙ্গ সফরে দক্ষিণ আফ্রিকায় যাবে ভারতীয় দল। আজ এমনই জানালেন বিসিসিআই সিইও রাহুল জোহরি। তিনি বলেছেন, এই সফরের দিন-ক্ষণ এখনও ঠিক হয়নি। এ বিষয়ে আলোচনা চলছে। তবে সফর নিয়ে কোনও সংশয় নেই।

২০১৭-১৮ মরসুমেও ব্যস্ত থাকবেন ভারতীয় ক্রিকেটাররা। নভেম্বর-ডিসেম্বরে ফিরতি সফরে ভারতে আসবে শ্রীলঙ্কা। তিনটি টেস্ট, পাঁচটি একদিনের ম্যাচ এবং একটি টি-২০ ম্যাচ হবে। এছাড়া অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডও ভারত সফরে আসবে। এই ঠাসা সফরসূচির কারণে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে সংশয় ছিল। তবে বিসিসিআই সিইও সেই সংশয় দূর করে দিয়েছেন।