পাল্লেকেলে: আগামী বছরের শুরুতেই পূর্ণাঙ্গ সফরে দক্ষিণ আফ্রিকায় যাবে ভারতীয় দল। আজ এমনই জানালেন বিসিসিআই সিইও রাহুল জোহরি। তিনি বলেছেন, এই সফরের দিন-ক্ষণ এখনও ঠিক হয়নি। এ বিষয়ে আলোচনা চলছে। তবে সফর নিয়ে কোনও সংশয় নেই।
২০১৭-১৮ মরসুমেও ব্যস্ত থাকবেন ভারতীয় ক্রিকেটাররা। নভেম্বর-ডিসেম্বরে ফিরতি সফরে ভারতে আসবে শ্রীলঙ্কা। তিনটি টেস্ট, পাঁচটি একদিনের ম্যাচ এবং একটি টি-২০ ম্যাচ হবে। এছাড়া অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডও ভারত সফরে আসবে। এই ঠাসা সফরসূচির কারণে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে সংশয় ছিল। তবে বিসিসিআই সিইও সেই সংশয় দূর করে দিয়েছেন।
আগামী বছরের শুরুতে বিরাটদের দক্ষিণ আফ্রিকা সফর
Web Desk, ABP Ananda
Updated at:
13 Aug 2017 07:39 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -