কলকাতা: সেমেস্টারের শুরুতেই বিভিন্ন দেশী-বিদেশি শীর্ষ সংস্থার থেকে ১১৮টি প্রি-প্লেসমেন্ট অফার বা পিপিও পেলেন খড়্গপুর আইআইটি পড়ুয়ারা।
প্রতিষ্ঠানের কেরিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের ভারপ্রাপ্ত দেবাশীস দেব জানান, ১১ অগাস্টের পরিসংখ্যান অনুযায়ী, যে দুই সংস্থার থেকে সবচেয়ে বেশি নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে, সেগুলি হল মাইক্রোসফট ও উইপ্রো।
তিনি জানান, দুটি সংস্থাই ১৪টি করে প্রস্তাব দিয়েছে। ঠিক এর পরই রয়েছে কোয়ালকম। তাদের তরফ থেকে এসেছে ১৩টি অফার। স্যামসাং ও টেক্সাস ইনস্ট্রুমেন্টস দিয়েছে যথাক্রমে ১২ ও ১১ টি প্রস্তাব।
এর পাশাপাশি, আইটিসি, ইউনিলিভার সহ বিভিন্ন কোর ও নন-কোর সংস্থাও পড়ুয়াদের নিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে। দেবাশীস জানান, ফিনান্স, সফটওয়্যার, অ্যানালিটিক্স ও কনসালটেন্সি-জাত সংস্থাগুলি মূলত আগ্রহ প্রকাশ করেছে।
দেবাশীস বলেন, প্লেসমেন্ট মরশুম দারুনভাবেই শুরু হল। তিনি জানান, মোট প্লেসমেন্টের প্রায় ১৫ শতাংশ হয় পিপিও-র মাধ্যমে। আর সেমেস্টার যত এগোবে, ততই প্রস্তাব আসার মাত্রাও বাড়বে।